নীরজ পান্ডে অ্যাকশন-থ্রিলার ‘সিকান্দার কা মুকাদ্দার’ এর মাধ্যমে ফিরছেন অ্যাকশনে। গত ১১ নভেম্বর মুক্তি পেয়েছ꧑ে জিম্মি শেরগিল, তামান্না ভাটিয়া ও অবিনাশ তিওয়ারি অভিনীত এই ছবির ট্রেলার। তামান্না এবং জ💙িম্মি তাঁদের নতুন ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত। পাশাপাশি নিজেদের ছবির প্রশংসা করতেও ভোলেননি তাঁরা।
নতুন থ্রিলারে হীরে চুরির তদন্ত করলেন জিমি শেরগিল
ট্রেলারে ২০০৮ সালের একটি হীরে চুরির ঘটনাকে দেখানো হয়েছে যা তিনজন সন্দেহভাজনকে ঘিরে। তাঁরা হলেন তামান্না অভিনীত কামিনী সিং, অবিনাশ তিওয়ারি অভিনীত সিকান্দর শর্মা এবং রাজীব মেহতা অভ🍬িনীত মঙ্গেশ দেশাই। জিম্মি শেরগিল একজন তদ🦹ন্তকারী অফিসার জসবিন্দর সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি রহস্যের উন্মোচন করবেন। তিন সন্দেহভাজনকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হচ্ছে তার জন্য তাঁরা আসলেই দোষী কিনা সেই রহস্য নিয়েই ট্রেলারটি শেষ হয়।
জিমি শেরগিল, তামান্না ভাটিয়ার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা
ট্রেলার দেখে ভক্তদের মধ্যে ছবিটি দেখার আগ্রহ বেড়েছে তা বলাই বাহুল্য! এক ভক্ত লেখেন, 'ওএমজি ইয়েস! সিনেমায় তামান্না ও জিম্মি শেরগিল! এর চেয়ে বেশি আর কী চাইতে পারি? সিনেমাটি মুক্তির জন্য আর অপেক্ষা ♏করতে পারছি না!' আরেক ভক্ত লিখেছেন, 'জিম্মি শেরগিলকে অবিকল এই সময়ের নানা পাটেকরের মতো লাগছে।’ অপর একজনের মন্তব্য, 'অবশেষে নীরজ পান্ডে অবিনাশ তিওয়ারি এবং জিম্মি শেরগিলকে নিয়ে ফিরে এসেছেন।’ এক ভক্ত লিখেছেন, ‘ইন্টারেস্টিং! তামান্নাকে পর্দায় দেখতে পাওয়া বরাবরই আনন্দের।’
আরও পড়ুন: (সবার সামনে পোশাক বদলালেন উরফি! বার্বি রূপে ধরা দিতেই নেটꦉপাড়া বলছে, 'আপনি কি কখনই...')
আরও পড়ুন: (গুরুদ্বারের ব༺াইরে নাম ধরে হাঁকাহাঁকি করতেই বিরক্ত! ইশারায় কী করলেন নিমরত?)
সিকান্দার কা মুকাদ্দর নিয়ে নীরজ
নীরজ পান্ডে তাঁর নতুন হিস্ট-থ্রিলার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘একজন গল্পকার হিসাবে, দর্শকদের জন্য সর্বদা এমন কিছু তৈরি করতে চান যা রোমাঞ্চকর, আকর্ষক এবং বিনোদনমূলক এবং সিকান🧸্দার কা মুকাদ্দারের সাথে আমরা ঠিক এটিই চেষ্টা করেছি। যে চ✤রিত্রগুলি চিত্রিত হয়েছে তার সাথে ন্যায়বিচার করে এমন একটি কাস্ট পাওয়া সত্যিই সৌভাগ্যজনক। নেটফ্লিক্স এবং ফ্রাইডে স্টোরিটেলারদের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করে, আমরা বিশ্বব্যাপী দর্শকদের কাছে এই গল্পটি আনতে পেরে রোমাঞ্চিত।’
নেটফ্লিক্স ইন্ডিয়ার অরিজিনাল ফিল্মসের পরিচালক রুচিকা কাপুর শেখ বলেন, ‘আমরা সিকান্দার কা মুকাদ্দর উপহার দিতে পেরে রোমাঞ্চিত, এটি একটি আকর্ষণীয় ক্রাইম থ্রিলার যা দর্শকদের আকৃষ্ট করবে। এই চলচ্চিত্রটি ন্যায়বিচার এবং বেঁচে থাকার জন্য মানুষ কতদূর যায় তা প্রকাশ করে। নীরজ পান্ডের সর্বদাই তাঁর দক্ষ গল্প বলার জন্য বিখ্যাত। সিকান্দার কা মুকাদ্দার আমাদের উচ্চ-মানের, বৈচিত্র্যময় চলচ্চিত্রগুলির ক্রমবর্ধমান ক্যাট🌳ালগে একটি অবিস্মরণীয় সংযোজন হতে চলেছে যা বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে এবং তাদের সঙ্গে সংয🍸োগ স্থাপন করবে।’
সিকান্দার কা মুকাদ্দারের ট্রেলার দেখে জিমি শেরগিলের প্রশংসা
ট্রেলারটি দেখে জিমির বক্তব্য, ‘ট্রেলারটি দর্শকদের আবেশ এবং ষড়যন্ত্রে ভরা দুনিয়ায় আমন্ত্রণ জানায়। প্রতিটি টুইস্টের সঙ্গে একটি করে ধাঁধা যোগ হয়। আমি চাই ꧂আগ্রহী দর্শকরা এই রহস্যের মধ্যে নিজেকে নিমজ্জিত করুক, বিষয়গুলিকে সংযুক্♊ত করুক এবং আবিষ্কার করুক তাঁদের অনুমান কী সঠিক হবে?’
অবিনাশ তিওয়ারি আরও উল্লেখ করেছেন, ‘মুক্তির কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিকান্দার কা মুকাদ্দার প্রতিশ্রুতি দেয় যে এটি কেবল এক🔯টি ক্রাইম ড্রামার চেয়ে অনেক বেশি কিছু। এর অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি, আবারও নীরজ স্যারের সঙ্গে কাজ করছি এবং এই গল্পটিকে প্রাণবন্ত করতে নেটফ্লিক্সের সঙ্গেও সহযোগিতা করছি।’
তামান্না যা বললেন
সিকান্দার কা মুকাদ্দার-এ নিজের ভূমিকা সম্পর্কে তামান্না বলেন, ‘আমার চরিত্র, কামিনী, আমার জন্য একটি সম্পূর্ণ অন্যরকম একটি ভূমিকা যা আমাকে আমার কমফোর্ট জোন থেকে বের করেছে। কামিনী একজন দুর্বলতা এবং শক্তির মিশ্রণ। গল্পটি🌺 যত এগোবে ততই তার স✃ম্পর্কে জানা যাবে। এমন একটি জটিল চরিত্রে আমার ওপর আস্থা রাখার জন্য আমি নীরজ স্যারের কাছে কৃতজ্ঞ এবং এই অবিশ্বাস্য সুযোগ দেওয়ার জন্য নেটফ্লিক্সের কাছে আমি কৃতজ্ঞ।’
আসন্ন হিস্ট কাহিনীতে দিব্যা দত্ত এবং জোয়া আফরোজও মু▨খ্য চরিত্রে অভিনয় করেছেন। সিকান্দার কা মুকাদ্দার প্রিমিয়ার হবে ২৯ নভেম্বর, শুধুমাত্র নেটফ্লিক্সে।