♍ মুম্বই এখন গণেশ আরাধনায় মত্ত। বাপ্পা এসেছে বাণিজ্যনগরীতে। আর এই শহরের অন্যতম খ্যাতনামা পুজো হল লালবাগচা রাজা। সেখানেই এদিন পান্ডিয়া স্টোর খ্যাত অভিনেত্রী সিমরন ভাণ্ডরূপ দেব দর্শনে গিয়েছিলেন। কিন্তু গিয়ে সেখানে চরম হেনস্থার শিকার হলেন। ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়। কী লিখলেন তিনি?
আরও পড়ুন: ꧟দুই প্রাক্তন স্বামীর নামই অনিল! মালাইকা অমৃতার মা হওয়া ছাড়াও জয়েসের আসল পরিচয় কী জানেন?
লালবাগচা রাজার দর্শনে গিয়ে কী লিখলেন সিমরন ভাণ্ডরূপ?
♊সম্প্রতি লালবাগচা রাজার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে সাধারণ দর্শনার্থীদের গলা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এক সেকেন্ডের বেশি গণেশের সামনে দাঁড়ালে। অন্যদিকে যাঁরা বেশি অনুদান দিয়েছেন বা বিত্তশালী তাঁরা সুন্দর দাঁড়িয়ে সেলফি তুলছেন। এদিন সিমরন ভাণ্ডরূপও সেখানে গিয়ে তেমন কিছুর শিকার হলেন। আর গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।
আরও পড়ুন: '🐬সৎ চেষ্টা করছেন', আরজি কর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের, 'ভুয়ো খবর' ছড়ানোয় সংবাদমাধ্যমকে কী বললেন?
⛎সিমরন ভাণ্ডরূপের ভিডিয়োতে দেখা গিয়েছে এই মণ্ডপের যাঁরা স্বেচ্ছাসেবক ছিলেন তাঁরা অভিনেত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। এমনকি তাঁর মায়ের ফোন খমাচে কেড়ে নিয়েছেন গোটা ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে লেখেন, 'এটা একেবারেই কাম্য নয়।'
൲একই সঙ্গে এই বিষয়ে পোস্টে লেখেন, 'খুব মন খারাপ হয়ে গেল। একেবারেই বিরক্তিকর অভিজ্ঞতা হল লালবাগচা রাজার দর্শনে গিয়ে। আমি মায়ের সঙ্গে ওখানে গিয়েছিলাম আশীর্বাদ নিতে। কিন্তু স্টাফদের ব্যবহার অসম্ভব খারাপ। এক ব্যক্তি আমার মায়ের ফোন কেড়ে নেন তিনি ছবি তুলছিলেন বলে। মা সেটা নিতে গেলে মাকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। আমি গীতা ঘটনার ভিডিয়ো করতে গেলে আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তারপর যখন ওরা বুঝতে পারে আমি অভিনেত্রী তখন পিছু হটে।'
🍎অভিনেত্রীর সাফ দাবি, মানুষ এখানে ভালো মন নিয়ে ঈশ্বর দর্শন করতে আশীর্বাদ নিতে যান, তাহলে এমন আচরনের কারণ কী? তাঁর পোস্টে আরও অনেকেই এই একই প্রশ্ন তুলেছেন