🥀 দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। আর সেই প্রচারের ফাঁকেই ছবি থেকে শুরু করে আরজি কর নিয়ে কী জানালেন অভিনেত্রী?
টেক্কা প্রসঙ্গে কী জানালেন স্বস্তিকা?
🍒আরজি কর কাণ্ড নিয়ে প্রায় রোজ পথে নেমেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শেয়ার করেছেন নানা তথ্য। কিন্তু উৎসবে না ফেরার ডাক দিয়েও আসন্ন পুজো রিলিজ ছবির প্রচার কেন করছেন তিনি? এই বিষয়ে স্বস্তিকা সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, 'একেবারেই উচ্ছ্বসিত নই। কিন্তু এটা আমার কাজ। ছবির প্রচার আমাকে করতেই হবে। প্রযোজক টাকা লাগিয়েছেন ছবিতে। আমি এখন প্রচারের থেকে শ্যুটিং করার সময় বেশি উচ্ছ্বসিত ছিলাম।'
ܫএকই সঙ্গে এদিন স্বস্তিকা ভাগ করে নেন এত বছর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা। জানান একদিকে সৃজিত যেমন পরিণত হয়েছেন, টেকনিক্যালি স্ট্রং হয়েছেন তেমন ভাবেই এখনও পরিচালক তাঁর হাড় জ্বালিয়েছেন। তবে সৃজিতের অল্প বিস্তর নিন্দে করলেও, স্বস্তিকা কিন্তু এদিন তাঁর দুই সহ অভিনেতা দেব এবং রুক্মিণী মৈত্রর প্রশংসায় ভরিয়ে দেন। জানান দেব নিজেকে অনেকটাই ভেঙেছেন এই ছবির এই চরিত্রটি করার জন্য। অন্যদিকে রুক্মিণী মৈত্রও তাঁর সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন।
ট্রোল প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়
♛উৎসবে না ফেরার ডাক দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা। নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ট্রোল প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, 'মানুষ আমাদের সং মনে করেন। কিন্তু একটা কথা বলতে চাই, যাঁরা পথে নেমেছেন, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা কিন্তু ট্রোল করেন না। বরং যাঁদের এই আন্দোলন নিয়ে মাথাব্যথা নেই তাঁরাই মানুষকে টার্গেট করছেন। তবে ওঁরা যতই টার্গেট করুন, বাকি ৫০০ জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন।'
আরও পড়ুন: ♕মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ কাউকে ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না'
কর্মক্ষেত্রে নিজেও হেনস্থার শিকার হয়েছেন স্বস্তিকা?
ไএদিন স্বস্তিকা মুখোপাধ্যায় অরিন্দম শীল এবং টলিউডে মহিলাদের সঙ্গে হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান তিনি নিজেও হেনস্থার শিকার হয়েছেন কাজ করতে গিয়ে। এমনকি আগে একটা সময় পর্যন্ত মেয়েরা সামনে এসে কথা বলার সাহস পেত না। খবর বাইরে আসতে দেওয়া হতো না। যাঁরা অভিযোগ জানাতেন তাঁদের কাজ বন্ধ হয়ে যেত। স্বস্তিকার দাবি এক আকাশের নিচে ধারাবাহিকের সময় থেকেই অরিন্দম শীলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসছে। তবে স্বস্তিকার, 'এবার সময় হয়ে গেছে। আর বিচ্ছিন্ন প্রতিবাদ হবে না। নিজেদের জন্য একটা সেফ স্পেস তৈরি করার চেষ্টা করছি। উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার প্লাস নিয়ে জোরকদমে কাজ চলছে।'