সারা বিশ্বে ক্রিকেট খেলিয়ে দেশ খুব বেশি নেই। যদিও আইসিসি সহযোগী দেশগুলির ক্রিকেটের উন্নতিতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে। সমস্ত সহযোগী দ꧋েশের টি-২০ ম্যাচকেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এখন আন্তর্জাতিক টি-২০ ম্যাচের স্বীকৃতি দেয়। তাই ক্রিকেটের পরিসর ক্রমশ বাড়ছে বলা যায়।
তবে ক্রীড়াপ্রেমীদের মনে আগ্রহ জন্মানো স্বাভাবিক যে, ফুটবলের মহাশক্💟🔜তি হিসেবে পরিচিত দেশগুলির ক্রিকেটে অবস্থান কীরকম। আদৌ প্রথমসারির ফুটবল খেলিয়ে দেশগুলি ক্রিকেট খেলে কিনা, সেই বিষয়ে সংশয় দেখা দেওয়াও অমূলক নয়।
ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার ক্রিকেটের বিশ্বব়্যাঙ্কিং কত, এমন প্রশ্নের উদয় হতেই পারে ক্রীড়াপ্রেমীদের মনে। সেই আগ্রহ নিরসনের জন্যই দেখে নেওয়া যাক ফিফা ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ২০টি ফুটবল খেলিয়ে দেশের ক্রিকেটে বিশ্বব়্যাঙ্কিং কত। সহযোগী দেশগুলির ক্ষেত্রে শুধুমাত্র টি-২০ ক্রিকেটের দিকেই যেহেতু বিশেষভ🧔াবে গুরুত্ব দেয় আইসꦦিসি, তাই টি-২০ বিশ্বব়্যাঙ্কিংকেই এক্ষেত্রে একক হিসেবে ধরে নেওয়া যাক।
বিশ্বের সেরা ফুটবল দলগুলি আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে, তুলে ধরা হল সেই তালিকা। এছাড়া ফিফা ব়্যাঙ্কিংয়ের সেরা ২০-র বাইরে যে দেশগুলি কাতারে অনুষ্ঠ🌳িত শেষ ফুটবল বিশ্বকাপে অংশ নেয়, তারা টি-২০ ক্🔯রিকেটে বিশ্বের কত নম্বর দল, চোখ রাখুন সেই তথ্যেও।
ফিফা ব়্যাঙ্কিংয়ের প্রথম ২০-তে থাকা দেশগুলির আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দেশগুলির আইসিসি ব়্যাঙ্কিং
ফুটবল খেলিয়ে সব দেশ আইসিসির সহযোগী সদস্য নয়। তাছাড়া কয়েকটি দে🌃শ আইসিসির সহযোগী সদস্য হলেও টি-২০ ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-য় নেই। কয়েকটি ফুটবল খেলিয়ে দেশ আবার অন্য দেশের সঙ্গে একজোট হয়ে ক্রিকেটে মাঠে নামে।