আ🐓রজি কর কাণ্ডের জেরে গোটা রাজ্য জুড়ে এখন প্রতিবাদের ঝড়। কেউ রাস্তায় নেমেছেন, আবার যাঁরা রাস্তায় নামতে পারেননি, তাঁরা তাঁদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। আর এবার গানে গানে প্রতিবাদে সোচ্চার হলেন সঙ্গীতশিল্পী অর্ক মুখোপাধ্যায়।
অর্ক গাইলেন, ‘ক্ষমতা চাইছে ভাঙতে ঐক্য বানিয়ে সাজানো পক্ষ/মানুষের হাত মানুষ হয়ে ধরো একটাই প্রতিপক্ষ। কারোর আওয়াজ একটু সরু, কারর আওয়াজ ভারি/ সব মিলিয়ে মানুষের স্বর প্রতিরোধ আছে জারি। মানুষ সাদা, মানুষ কালো, সাহসী মানুষও ভয় পায়/ মানুষের সঙ্গে মানুষ হাঁটলে মানুষের দাবি শোনা যায়।☂ অনেক শান্ত কণ্ঠের জোর, একসাথে আর্তনাদ/ পায়ে পা মিলিয়ে জীবনের গান ভাঙবে রাজপ্রসাদ। প্রতিপক্ষ সাজিয়ে শাসক মানুষকে বোকা বানায়/ মনুষ্যতে নেই চালাকি, পথের দাবি জানায়। তোমার আওয়াজও করো নিশ্চিত, সব শাসকই ভয় পায়/ এই স্পর্ধায় তুমিও থাকো, মানুষ পক্ষ একটাই।’