দক্ষিণে 'পুষ্পা-২' ও 'গেম চেঞ্জার'-এর প্রিমিয়ারে ভিড়ের ঠেলার অনুরাগীর মৃত্যুর ঘটনা তো গোটা দেশ জানে। তবে এরাজ্যে সঙ্গীতশিল্꧂পী জোজোর অনুষ্ঠান ঘিরে যা ঘটল সেটাই বা কম কী! কালনায় জোজোর গান শুনতে গিয়ে ভয়নক অভিজ্ঞতা হল সঙ্গীতপ্রেমীদের। জানা যাচ্ছে কালনার সেই অনুষ্ঠানে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন প্রায় ১০ জন। তাঁদের মধ্যে ৬জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২জনকে অন্যত্র স্থানান্তরিত করে হয়েছে।
জানা যাচ্ছে কালনায় খাদ্য ও পিঠেপ🔯ুলি উৎসব চলছে। তখন বাজে রাত ৯টা মঞ্চে গান গাইতে ওঠেন ⛎জোজো। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের গায়িকা পলক মুচ্ছলও। তাঁদের জন্যই ভিড় জমিয়েছিলেন অগণিত লোকজন। সেই ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকেও। বাধ্য হয়ে উৎসব প্রাঙ্গণের দরজা বন্ধ করে দেওয়া হয়। তবে তখনও বাইরে থেকে বহু লোক উৎসব প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করতে থাকেন। আবার অনেকেই ভিড়ের ঠেলায় অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। খুব স্বাভাবিকভাবেই বিশৃঙ্খল তৈরি হয়। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। আর এই ঘটনায় কমপক্ষে ৮ জন জখম হন। তাঁদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।
এদিকে ঘটনার বিষয়ে সঙ্গীতশিল্পী জোজো বলেন, 'দ্য ওয়াল'-কে বলেন, তাঁর অনুষ্ঠানে অতিরিক্ত ভিড় হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। পুলিশ-প্রশাসনের বিষয়টা নজরে এলে তাঁরা খালি করার চেষ্টা করেন। তবে গতকাল কালনার ওই মাঠে এত ভিড় হয়েছিল তা তাঁর পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। শনিবার হাওড়ার ফুলমেলার অনুষ্ঠানেও খুব ভিড় হয়। উদ্যোক্তারা বুঝতে পেরে বাঁশের ব্যারিকেডের বদলে লোহার ব্যারিকেড লাগান। তবে জোজোর কথায়, রবিবার যেটা হয়েছে তার দু'টি কারণ, ১ তিনি বহু বহুদিন পর কালনায় গিয়েছিলেন, তাই তাঁকে দেখার, একটা ক্রেজ ছিল। ২, সেখানে তিনি ছাড়াও পলক মুচ্ছলও ছিলেন। আর বলিউডের শিল্পীর সবসময়ই একটা চাহিদা রয়েছেই। গতকাল মাঠটা কিন্তু বিশাল বড় ছিল, সেই মাঠও ভ🐻র্তি। একপ্রকার অনুষ্ꦆঠান ঘিরে ছিল জনসমুদ্র।
জ♛োজোর কথায়, 'কালনার বুকে যে অত মানুষ আছেন সেটাই আমি আশা করতে পারিনি। উদ্যোক্তারা মাঠের গেট বন্ধ করে দেন। একটা সময় দেখি পাঁচিল-দেওয়াল কিছুই ফাঁকা নেই। একজন মহিলাA পাঁচিলের উপর উঠে বসেছিলেন। জোজোদি না এলে তဣিনি নামবেন না। আমরা নামাতে পারছি না। তড়িঘড়ি পাঁচিলের সামনে যাই, হাত নাড়ি। তারপর উনি নামেন।'
এদিকে ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা অনুষ্ঠানের উদ্যোক্তা বলেন, ২ জনের পা ভেঙে গিয়েছে। বারবার মাইকিং করা সত্ত্বেও সামাল দ🐷েওয়া যায়নি। তবে পর্যাপ্ত পুলিশ ছিল বলেই জানিয়েছেন তিনি। বিধায়কের কথায়, যা ঘটেছে, তা দুর্ভা𒁃গ্যজনক।