🍎 বছরের শুরু থেকেই নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে উর্বশী রাউতেলা। সৌজন্যে, ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। ৬৪ বছরের নায়কের সঙ্গে অশালীন ভঙ্গিতে নাচার জন্য অনেকেই উর্বশীকে ছিঃছিঃ করেছেন। আর এবার নেটপাড়ায় ভাইরাল ‘ডাকু মহারাজ’ ছবির সাকসেস পার্টির ভিডিয়ো। যেখানে ছবির গানে তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে ডান্স করতে দেখা যাচ্ছে উর্বশীকে।
🧸ভিডিয়োটি পোস্ট করেছেন উর্বশী নিজেই। লেখেন, আমাদের ফিল্ম #ডাকুমহারাজ এবং #দাবিডি দিবিডি সুপার সাকসেস ব্যাস। ছবিটি প্রথমদিনেই বিশ্বব্যাপী ৫৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। #DabidiDibidi ২০ মিলিয়ন ভিউস হয়েছে, ইলেকট্রিফাইং বিটিএস, দাবিডি দিবিডি-ডাকু মহারাজ ফিল্ম থেকে আমাদের গানটি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১২ জানুয়ারি। উর্বশী রাউতেলা ও নন্দমুরি বালাকৃষ্ণের পক্ষ থেকে অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের ঈশ্বর।'
♔তবে উর্বশীর পোস্ট করা এই ভিডিয়ো দেখে বেজায় বিরক্ত নেটপাড়ার অনেকেই। এক নেটিজেনের দাবি, 'বালাকৃষ্ণ যেভাবে উর্বশীর পেটে নাচের স্টাইলে ঘুষি মারার মতো করে স্পর্শের চেষ্টা করছিলেন, সেটা খুবই অস্বস্তিকর। উর্বশী নিজেও অস্বস্তিতে ছিটকে গেলেন।' কেউ লিখেছেন, ‘বালাকৃষ্ণ উৎসাহের সঙ্গে নাচছিলেন, তবে উর্বশীর কাছে বিষয়টা খুবই অস্বস্তিকর ছিল, তা ওঁর অভিব্যক্তিতেই স্পষ্ট।’
♒কেউ আবার বালাকৃষ্ণের উদ্দেশ্যে লিখেছেন, ‘এমন আচরণ করবেন না স্যার, উনি আপনার মেয়ের বয়সী।’ কেউ সাফ লিখেছেন, ‘এটা অবশ্যই হেনস্থার চেষ্টা…।’ কেউ লিখেছেন, ‘এর থেকে আর কী অস্বস্তিকর হতে পারে! সম্প্রতি উর্বশী রাউতেলার সঙ্গে বর্ষীয়ান তেলুগু অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের ভিডিওগুলি বিরক্তিকর বললেও কম বলা হয়। ক্যামেরার সামনে এসব চলছে! ক্যামেরার বাইরে তাহলে কতটা খারাপ হতে পারে? উর্বশী খুবই অস্বস্তিতে।’ কারোর মন্তব্য, ‘উর্বশীর মুখ দেখেই বোঝা যাচ্ছে, ওকে জোর করে নাচানো হচ্ছে।’ তবে এরই মধ্যে একজন বালাকৃষ্ণের হয়ে সাফই দিতে এসে লিখেছেন, ‘আমার মনে হয়, নন্দমুরি বালাকৃষ্ণের নাচকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে।’
🍃প্রসঙ্গত, ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশীর নায়ক নন্দমুরি বালাকৃষ্ণের বয়স ৬৪, সেখানে উর্বশীর বয়স মাত্র ৩০। ছবির গানটি প্রকাশ্যের আসার পর থেকেই বাবার বয়সী নায়কের সঙ্গে উর্বশীর এমন নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আর উর্বশীর এই দক্ষণী ছবি মুক্তি পেয়েছে ১২ জানুয়ারি। মুক্তির প্রথমদিনেই জমিয়ে ব্যবসা করেছে ছবিটি।