‘আদিপুরুষ’-নি🔥য়ে নয়া বিতর্কের কেন্দ্রবিন্দু এবার পরিচালক ওম রাউত ও কৃতি শ্যানন। তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন ছবির সাফল্য কামনায় পুজো দিতে গিয়েছিলেন কৃতি ও ওম। আর সেখানে গিয়েই চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন তাঁরা। এবার এই বিতর্কের মুখ খুলেছেন পুরনো 'সীতাౠ' দীপিকা চিখালিয়া। তাঁর কথায়, ‘হতে পারে কৃতি নিজেকে এক্কেবারেই সীতা হিসাবে ভাবতেই পারেননি।’
ঠিক কী মত দীপিকা চিখালিয়ার?
আজতক-কে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা চিখালিয়া বলেন, ‘এটাই হয়ত বর্তমান প্রজন্মের অভিনেতাদের সমস্যা। বর্তমান প্রজন্মের অভিনেতারা চরিত্রের মধ্যে ঢুকতে পারেন না, আবেগটাও বুঝতে পারেন না। ওঁদের কাছে রামায়ণ শুধুই হয়ত একটা সিনেমা। ওঁরা এই আধ্যাত্মিকতার সঙ্গেই নিজেদের সংযুক্ত করতে পারে না। আর কৃতিও এই প্রজন্মের অভিনেত্রী। আজকাল লোকজন চুমু খাওয়া কিংবা আলিঙ্গন করাতে খারাপ চোখে কেউ দেখেন না। আর কৃতি হয়ত নিজেকে সীতা ভাবতেই পারেননি। আজকাল অভিনেতারা এটাকে নেহাতই একটা চরিত্র হিসাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবেই দেখেন। ছবি হয়ে গেলে চরিত্র নিয়ে আর তাঁরা পরোয়া করেন না। আমি যখন সীতা হয়েছিলাম, তখন চরিত্রের মধ্যেই বেঁচেছি।’
আরও পড়ুন-'চুমু খেতে হলে হোটেলে যান', ভেঙ্কটেশ্বর মন্দিরে পরিচালক-কৃতির কাণ্ডে ফের বিতর্কে আদিপ🧜ুরুষ
দীপিকা চিখালিয়া বলেন, ‘আমরা যদি আমাদের কথা বলি, সেসময় তো শ্যুটিং চলাকালীন কেউ আমাদের আসল নাম ধরেও ডাকতেন না। সেসময় কত মানুষ এসে আমাদের পা ছুঁয়েছেন। সেটা ছিল একেবারেই অন্য এক যুগ। সেসময় আমাদের সকলে অভিনেতা হিসাবে দেখতেনই না, ঈশ্বরের আসনে বসাতেন। তাই আমরাও তাই কা🍬উকে জড়িয়ে ধরতে বা চুমু খেতে পারতাম না। মানুষের আবেগে আঘাতও লাগত না। আদিপুরুষ-এর অভিনেতারা হয়ত এখন নতুন প্রোজেক্টে ব্যস্ত। ওঁরা আর চরিত্রের মধ্যে নেই। ’
প্রসঙ্গত, রামানন্দ সাগরের 'রামায়ণ'-এ সীতার ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকা চিখালিয়াকে, আ⛎র রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। ১৯৮৭ সালে জানুয়ারি মাসে দুরদর্শনে প্রথম সম্প𓆉্রচারিত হয়েছিল রামায়ণের এপিসোড।