কিছুদিন আগেই আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে সম্পন্ন হয়েছে। প্রায় একমাস যাবত সেই অনুষ্ঠানের সাক্ষী ছিল গোটা পৃথিবী। তবে শ𒆙ুধু বিবাহ অনুষ্ঠান🤪 নয়, আম্বানি পরিবারের সদস্যদের ভিডিয়ো বা ছবি মাঝে মাঝেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার আকাশ এবং শ্লোকার একটি ছোট্ট ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি মেয়ে✤কে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন আম্বানি পরিবারের বড় পুত্র এবং পুত্র🐷বধূ। ভীষণ ক্যাজুয়াল পোশাকে তাঁরা গিয়েছিলেন মধ্যাহ্নভোজন করতে। তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে সব থেকে নজর কেড়েছে আম্বানি পুত্রবধূর বলা বেশ কয়েকটি কথা।
আরও পড়ুন: কোনও সেফটি বেল্ট ছাড়াই🌌 বহুতল থেকে ঝাঁপ মারলেন উরফি! কী হল হঠাৎ, চিন্তায় ভক্তরা
আরও পড়ুন: হৃতিকের পরিব🃏ারের অন্দরের কথা এবার ওয়েব মাধ্যমে! আসছে দ্য রোশনস, দেখা যাবে কোথায়?
যে ভিডি🌼য়োটি ভাইরাল হয়েছে সেটি পোস্ট করেছে mamalife.in। ভিডিয়োয় আম্বানি পুত্রবধূকে বলতে শোনা গেল একমাত্র ম🌱েয়েকে নিয়ে তিনি কীভাবে হিমশিম খাচ্ছেন। মেয়ে যে সবসময় মায়ের কোল খোঁজে, সেটাও জানাতে ভোলেননি শ্লোক। মাকে খেতে দেখলেই যে বাচ্চার পটি পায়, এ যেন এক নিরন্তন সত্য।
ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে, টাকা যে আনন্দ কিনতে পারেনা তা বেশ বোঝাই যাচ্ছে। আমরা সকলেই এক নৌকার যাত্রী। কোটি টাকার মালিক হোক বা মধ্যবিত্ত, সব মায়েদের🐠 একই অবস্থা!! আকাশ এবং শ্লোক, এত নম্র, ভদ্র যে কল্পনার বাইরে। এই সাক্ষাৎ চিরকাল মনে থাকবে।
প্রসঙ্গত, লাঞ্চ ডেটে গিয়ে আকাশ পরেছিলেন একটি প্রিন্টেড সাদা শার্ট, ধূসর রঙের লিলেন প্যান্ট, লোফার। অন্যদিকে শ্লোকা পরেছিলেন একটি প্রিন্ౠটেড স্কার্ট, সাদা টপ, সঙ্গে একটি ব্যাগ এবং ঘড়ি। একেবারে নামমাত্র সাজে সেজেছিলেন এই দম্পতি।
আরও পড়ুন: সুইমস্যুটের আড়াল থেকে উঁকি মারছে 'নতুন ট্যাটু'! উষ্ণতা ছড়িয়ে নুসরত লিখলেন,♛ 'রিয়েলিটি চেক!'
২০১৯ সালে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের দুই সন্তান, পুত্র সন্তান পৃথিবী, যার বয়স ৩ বছর এবং কন্যা সন্তান বেদ,ไ যার বয়স সবেমাত্র ১ বছর।