বর্তমানে রাজ♊নীতিবিদ হিসাবেই তাঁর পরিচিতܫি। তবে স্মৃতি ইরানির কেরিয়ারের শুরু মডেলিং ও অভিনয় দুনিয়ার হাত ধরে। 'কিঁউকি শাস ভি কভি বহু থি' ধারবাহিকের 'তুলসী' হিসাবেই একসময় টেলি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন স্মৃতি। তবে তারই মাঝে 'কিঁউকি শাস ভি কভি বহু থি' ধারাবাহিকের শ্যুটিং নিয়ে বিস্ফোরক দাবি করেছেন স্মৃতি।
স্মৃতির কথায়, 'কিঁউকি শাস ভি কভি বহু থি'র শ্যুটিং চলাকাল🌳ীন তাঁর গর্ভপাত হয়, অথচ গর্ভপাতের পরদিনই তাঁর শ্যুটিং করতে বাধ্য করেছিল ‘বালাজি টেলিফিল্মস'। স্মৃতির অভিযোগ, বিষয়টি তিনি জানালে তাঁরা পাল্টা তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ তোলেন এবং শ্য়ুটিং করত𓄧ে বাধ্য করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন স্মৃতি। এখানেই শেষ নয়, স্মৃতির কথায়, গর্ভপাতের কথা জানালে বালাজি টেলিফিল্মসের তরফে তাঁর কাছ থেকে প্রমাণে দাবি করা হয়েছিল। অভিনেত্রী, তথা রাজনীতিবিদ বলেন, ‘এর জন্য আমি কী প্রমাণ দেখাতাম! আমি কি নষ্ট হয়ে যাওয়া ভ্রুণ নিয়ে ওঁকে দেখাতে যেতাম!’ স্মৃতির আরও জানান, সেসময় তিনি কিঁউকি ছাড়াও সেসময় রবি চোপড়ার টিভি সিরিজ ‘রামায়🍌ণ’-এর শ্য়ুটিং করছিলেন। রবি চোপড়♋াকে স্মৃতি যখন একই কথা জানান, তিনি অবশ্য তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। প্রাক্তন অভিনেত্রী তথা রাজনীতিবিদের কথায়, তাঁর জীবনের সেই ঘটনা থেকে তিনি মানবতার শিক্ষা পেয়েছিলেন।
ঘটনার বর্ণানা দিয়ে স্মৃতি বলেন, ‘আমি জানতাম না🐲 যে আমি অন্তঃসত্ত্বা, তবে শরীর খারাপ লাগছিল, তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিলাম। ওঁরা দেয়নি। আমি শ্যুটিং চালিয়ে যাই, তারপর যখন বাড়ি ফিরলাম, ত𒀰খন সন্ধে হয়ে গিয়েছে। চিকিৎসকের কাছে গেলে তিনি সনোগ্রাফি করার কথা বলেন। আমার বেশ মনে আছে, বৃষ্টি পড়ছিল, আমি অটো ধরে হাসপাতালে পৌঁছালাম, তখন ইতিমধ্যেই আমার রক্তপাত শুরু হয়েছে। সেই পরিস্থিতিতেএক নার্স আমার অটোগ্রাফ চেয়ে বসলেন। আমি ওঁকে অটোগ্রাফ দিয়ে বললাম, আমায় কি ভর্তি করবেন, মনে হয় গর্ভপাত হয়ে গিয়েছে। এরপর কিঁউকি-র সেটে ফোন করে জানালে তিনি বলেন, কোনও অসুবিধা নেই, তুমি প্রয়োজনে একটু দেরি করে আসতে পারো, ২টোতে এসো। উনি তো আমার কথা বিশ্বাসই করেননি। আমি ২টোতেই পৌঁছাই, নাহলে আমায় বের করে দেওয়া হত, ওদের এসবে কিছু যায় আসে না। অথচ এই একই বিষয় যখন আমি রবি চোপড়াকে বলি, সকাল ৭টার জায়গায় ৮টায় আসব? উনি বললেন, তোমার কি মাথা খারাপ, তুমি বাড়িতে বিশ্রাম নাও।’