ছোটবেলায় পড়ার ফাঁকে ছুটি পেলে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। আর সেটা যদি হত সমুদ্রস্নান, তাহলে তো আর কথাই নেই। ১২মে মাদার্স ডে-তে মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়ে এমনই এক সমুদ্রস্নানের ছবি পোস𒁏্ট করেছেন♛ টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতা।
অভিনেতার পোস্ট করা সেই ছবিতে মায়ের কোলের কাছে বসে সমুদ্রের ঢেউ খেতে দেখা যাচ্ছে তাঁকে। পিছনে বসে অভিনেতার ব🥀াবা। হাসিমুখে পোজ দিয়েছেন তিনজনেই। এই ছবির সঙ্গে নিজের স্ত্রী ও দুই সন্তানের ছবিও পোস্ট করেছেন তিনি। আন্তর্জাতিক মা দিবসে সেই ছবিগুলি পোস্ট করে অভিনেতার ক্যাপশান ছিল, 'মা এবং মায়ের বীরপুরুষরা৷ আমার মা এবং আমার সন্তানদের মাকে মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা।' কি♊ন্তু এখন প্রশ্ন এই অভিনেতাটি কে? দেখুন তো ছবি দেখে এই জনপ্রিয় এই অভিনেতাকে চিনতে পারেন নাকি?
আরো পড়ুন-ভিআইপি๊ নন, সাধারণের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন আল্লু অর্জুন, জুনিয়র NTR, চিরঞ্জিবী
ছবি দেখে একটু চেনা চেনা লাগছে বলে মনে হচ্ছে কি? হ্য়াঁ, ঠিকই ধরেছেন, ইনিই সেই 'মাস্টার বিট্টু' ছোটবেলায় সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এই নামেই পরিচিত ছিলেন তিনি। ইনি হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর অভিনেতার পরের পোস্ট করা দুটি ছবিতেই সেটি স্পষ্ট হয়েছে। বর্ষীয়ান বাবা-মা সুব্রত চক্রবর্তী ও দীপা চক্রবর্তীর সঙ্গে বড় বয়সের ছবিও পোস্ট করেছেন সোহম। আর তার পরের ছবি স্ত্রী তনায়ার সঙ্গে তাঁদের দুই ছেলে সাঁঝ ও আয়াংশ-কে দেখা যাচ্ছে। এই ছবিগুলি পোস্ট করেই মা ও স্ত্রীকে মাতৃদিবসের শুভেচ♒্ছা জানিয়েছেন। চলুন দেখে নি সেই ছবিগুলি…
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ মার্চ জন্ম হয় সোহম চক্রবর্তীর। মাত্র ৩ বছর বয়সেই ‘ছোট বউ’ ছবিতে শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন সোহম। সেসময় মাস্টার বিট্টু নামেই পরিচিতি পান। এরপর শিশু শিল্পী হিসাবে ১৯৮৯ সালে মঙ্গলদীপ, ১৯৮৯ সালে নয়নমনি, ১৯৯০ সালে জোয়ার ভাটা , ১৯৯০-এ সত্যজিৎ রায় পরিচালিত শাখা প্রশাখা , ১৯৯৭ সালে ভাগ্য দেবতা সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। জোয়ার ভাটা (১৯৯১) এবং শাখা প্রশাখা (১৯৯০) ছবিতে অꦡভিনয়ের জন্য তিনি বছরের শিশুশিল্পী হিসেবে দুবার উত্তম কুমার পুরস্কারে ভূষিত হন। বেশকিছু টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন তিনি।
এরপর বড় হয়ে তরুণ মজুমদার (২০০৭) পরিচালিত ‘চাঁদের বাড়ি’ ছবিতে অভিনয় করেন। ২০০৮ সালে তাঁকে ‘বাজিমাত’ ছবিতে কেন্দ্রীꦿয় ভূমিকায় দেখা যায়। তিনি ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ‘প্রেম আমার’ ছবির নায়ক ছিলেন। যে ছবি ব্লকবাস্টার হয়েছিল।