এখনও কালবৈশাখীর মুখ দেখেনি শহর কলকাতা। দﷺিনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঘরের ভিটরেই টেকা দায়। আর ঘরের বাইরে পা রাখার কথা তো ভাবাই যাচ্ছে না! তবে লোকসভা ভোটের আবহে এই গরমকে তোয়াক্কা না করেই প্রচার করে যাচ্ছেন ভোটপ্রার্থীরা।
জানা গিয়েছে, লু লেগে মারাত্ম অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তারকা বিধায়ককে। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক গত কয়েকদিন ধরেই ছুটে বেড়াচ্ছেন বাংলার এপ্রান্ত থেক💟ে ওপ্রান্তে। বিগ কয়েক বছর ধরে, ভোটের প্রচারে তারকাদের উপস෴্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। এমন অবস্থায় দেব-সোহমদের একটুও বিশ্রাম নেওয়ার জো নেই।
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা! অঙ্কিতার হাত༺ ভাঙতে যা করল ভিকি, ভিডিয়ো দেখে সবাই হতবাক
জানা যাচ্ছে, সোহমের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে অভিনেতা ডায়াবেটিক। তাই চিকিৎসকরা তাঁকে বিশেষভাবে পর্যবেক্ষণে রেখেছেন। ইতিমধ্যেই সোহমকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন দেব। হাসপাতালে গিয়েছেন মন্ত্রী অরূপ 🎀বিশ্বাসও। অভিনেতা, দলের তারকা প্রার্থীর দ্রুত আরোগ্য কামনা করেছেন🃏 তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: সংগীতের দুই রাজকন্💎যা! মাঝ আকাশে সেলফি তুলতে গলাগলি-পাউট শ্রেয়﷽া-সুনিধির
শিশুশিল্পী হিসেবে টলিউডে অভিনয় শুরু করেছিলেন সোহম। ছোট বউ সিনেমায় তাঁর মুখের ডায়লগ ‘মা একটু হরলিক্স দেবে চেটে চেটে খাবো’ এখনও ভোলেনি দর্শক। কদিন আগেও দেখা যায়, ভোটপ্রচারের সময় এক মহিলা এক বোতল হরলিক্স নিয়ে পৌঁছে যায় সোহমের সামনে। গোটা ঘটনায় অ𒐪বশ্য একেবারেই রাগ করেননি তিনি। হেসে ফেলে হাত জোর করে করেন শুভেচ্চা বিনিময়।
আরও পড়ুন: বিরাট-অনুষ্কার ‘লুকিয়ে প্রেম’ জানত শাহরুখ! ডেট🦄িং জীবনের কোন তথ্য করলেন ফাঁস
২০১৬ সাল থেকে তৃণমূলে আছেন সোহম। খারা-ভালো সবরকম সময়ে তাঁকে দেখা গিয়েছে দলের পাশে দাঁড়াতে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে (২০১১), জীবন রং বেরং (২০১১), লে হালুয়া লে 🉐(২০১২), জানেমন (২০১২), বোঝেনা সে বোঝেনা (২০১২), লাভেরিয়া (২০১৩), বাঙালি বাবু ইংলিশ মেম (২০১৪), অমানুষ ২ (২০১৫), জামাই ৪২০ (২০১৫), কাটমুণ্ডু (২০১৫), জিও পাগলা (২০১৭) এবং হানিমুন (২০১৮) জামাই বদল (২০✅১৯) এবং থাই কারি (২০১৯)-র মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর। শেষ তাঁকে দেখা গিয়েছে দেবের প্রধান সিনেমায়।