দাদাগিরি ১০-এর মঞ্চে সম্প্রতি এসেছিলেন ‘আলোর কোলে’ ধারাবাহিকের সদস্যরা। সোমু সরকার, স্বীকৃতি দে-দের নিয়ে একেবারে জমজমাট ছিল সেদিন 🍌এই রিয়েলিটি শো। বাঙালির কাছে বরাবরই সৌরভ একটা আবেগের ♈নাম। তাঁকে কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ এলেও তা শিহরিত করে বাঙালিকে। যেমনটা হয়েছে সোমুর সঙ্গেও।
দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে সোমু সরকার। তবে গোধূলি আল﷽াপ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৷ জিতে নিয়েছেন বাংলার বহু মানুষের মন।
দাদাগিরির মঞ্চে এ🌳সে প্রথমবার সোমু মুখোমুখি হলেন সৌরভের। পুরনো স্মৃতি হাতরে তাঁকে বলতে শোনা গেল, ‘যখনই খেলা আসত, অ্যান্টেনাটা সেট করে দাদাকে দেখার জন্য অপেক্ষায় থাকতাম। আমি আমার পরিবারের লোকজন। কালো-সাদা টিভি ছিল। আর আজকে সামনাসামনি দাদাকে দেখতে পারছি। নার্ভাস লাগছে, আবার খুব এক্সাইটেডও।’
আরও পড়ুন: মলদ্বীপ গিয়েౠছিলে♊ন শ্রাবন্তীকে নিয়ে! নতুন প্রেমিকার সঙ্গে মাখোমাখো অভিরূপ
সোমুর বাবা শৈলেন্দ্রনাথ সরকার বিএসএফে কাজ করেন। বংশীহারী বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্য♋মিকে পাশ করেন। ২০১৭ সালে মালদা গৌড় কলেজে মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক পাশ করেছেন। এরপর যাদবপুর থেকে করেন মাস্টার্স। মালদা কলেজে থাকাকালীনই শর্টফিল্মে প্রথম কাজ করা। নিজের লেখা ও নির্দেশনায় ‘দেয়ার লাভস স্টোরি’ নামে একটি শর্টফিল্মও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, মালদার স্থানীয় এক চ্যানেলে সংবাদপাঠের কাজও করতেন।
‘ইকির মিকির’, ‘অগ্নিশিখা’, ‘মোহর’-এর মতো ধারাবাহিকে পার্শ্বচরিত্রে কাজ করেন তিনি। তবে𓂃 ‘গোধূলি আলাপ’-এর নোলক চরিত্র তাঁকে এনে দেয় অপার জনপ্রিয়তা।
আরও পড়ুন: দেশপ্🍨রেমকে ছাপিয়ে গেল রক্তারক্তি-যৌনতা! শুক্রে কত আয় স্যღাম বাহাদুর-অ্যানিম্যালের
আবার তাঁকে দেখা যাবে আলোর ক♎োলে ধারাবাহিকে। একদম আলাদা কনসেপ্টে এই ধারাবাহিক এনেছে জি বাংলা। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ‘বালিঝড়’-এ🅰র কৌশিক রায়, সমু সরকার এবং ‘মেয়েবেলা’র স্বীকৃতি মজুমদার। স্বীকৃতি এই মেগায় কৌশিকের স্ত্রী। এক মেয়ের মা। কিন্তু স্বীকৃতি আসলে মারা গিয়েছে। যদিও তার আত্মা ছেড়ে যেতে পারেনি সংসারের মায়ার বাঁধন। সমু মাসের মতো আগলে রাখবে স্বীকৃতির মা মরা মেয়েকে। হয়তো পরে কৌশিকের সঙ্গে বিয়েও হবে।
বলে রাখা ভালো, আলোর কোলের প্রযোজক খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অর্থাৎ প্র🦂যোজনা করবে বুম্বাদার প্রযোজনা সংস্থা ‘এন আইডিয়াস’। ২৭ নভেম্বর থেকে রাত সাড়ে ৯টায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিকের।