চর্চায় সোনাক্ষী সিনহা। সঞ্জয়লীলা বনশালির হীরামান্ডিতে 'ফরিদন'-এর চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছেন, তাঁকে নিয়েই আপাতত চর্চা চলছে। চর্চার মূল কারণ এই সিরিজে 'ফরিদন'-এর চরিত্রটি একটা সমকামীর চরিত্র, যেজন্য ফোরপ্লে দৃশ্যে বোল্ড অবতারে ধরা দিয়েছেন সোনাক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা। তাঁর কথায় 'ফরিদনের যৌনতা কিন্তু ইচ্ছাকৃতভাবে তুলে ধরা হয়নি। তবে পরিচালক বনশালি কেন ফরিদনের যৌনতা ꦗনিয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি, সেবিষয়েও কথা বলেছেন তিনি।
'ফরিদন' চরিত্র
'হীরামান্ডি'তে 'ফ♉রিদন' সোনাক্ষীকে তাঁরই এক দাসীর সঙ্গে ফোরপ্লেতে জড়িয়ে যেতে দেখা যায়। তাঁদের মধ্যে যৌনতাকে অবশ্য দৃশ্যায়িত করা হয়নি, বিষয়টিকে উহ্য রাখা হয়।
নিজের চরিত্র প্রসঙ্গ সোনাক্ষী বলেন. ‘নয় বছরের মেয়েকে যখন বিক্রি করে দেওয়া হয়। যে কারণেই হয়ত তিনি পুরুষদের চরম ঘৃণা করেন। এমনটা হতেই পারে। তবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই দেখানো হয়নি। পরিচালক এটাকে ওই দৃশ্যের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। ফরিদন চৌধুরী সাবের (একজন নবাব) সঙ্গে দেখা করেন, যিনি তাঁর দাসীর সঙ্গে রয়েছেন।’ সোনাক্ষীর কথায়, ‘আসলে🦂 দেখালে অনেককিছুই দেখাতে হয়, এটা একটা বিশাল পৃথিবী, বনশালি স্যার ছোট্ট করে বিষয়টি তুলে ধরেছেন।'
অভিনয়ের প্রশংসা প্রসঙ্গে সোনাক্ষী
বছর ৩৬-এর সোনাক্ষী এই সিরিজের জন♓্য🔯 ইতিবাচক প্রতিক্রিয়া দেখে অভিভূত। প্রসঙ্গত এই সিরিজের হাত ধরেই পরিচালক বনশালি OTT দুনিয়ায় পা রেখেছেন। সোনাক্ষী এই সিরিজের জন্য রেখার মতো কিংবদন্তি অভিনেত্রীর কাছ থেকেও প্রশংসা পেয়েছেন। সোনাক্ষী বলেন, ‘এটা একটা জাদু ছিল। বহু বছর পর এইরকম একটা স্ক্রিনিং দেখলাম। এটা আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রিমিয়ার ছিল। সেদিন অনেকের সঙ্গে দেখা হয়েছিল। তবে রেখা ম্যাম সেখানে এসে সকলকে খুব সাপোর্ট করেছেন এবং উৎসাহ দিয়েছেন।'
সোনাক্ষী রেখা প্রসঙ্গে বলেন, 'উনি (রেখা) এই শোটি দেখে শিহরিত হয়েছেন। উনি আমাকে এত সুন্দর কথা বলেছেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, যে রেখাজি আমার প্রশংসা🧜 করছেন। ওঁর সেই কথাগুলি আমার চিরকাল মনে থাকবে। তিনি সবসময় আমার মাকে বলেন যে তিনিও আমার আরও একটা মা। আমাদের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে। আমরা একসঙ্গে দারুণ সুন্দর মুহূর্ত কাটিয়েছি।'
হীরামন্ডি
প্রসঙ্গত, হীরামন্ডিতে সঞ্জয়লীলা বনশালি স্বাধীনতার পূর্বে ভারতের গণিকাদের জীবন প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প বলেছেন। সিরিজটি ১৯৪০-এর দশকের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমিতে গণিকা এবং তাঁদের পৃষ্ঠপোষকদের গল্প বলেছে। যেখানে অবিভক্ত ভারতের লাহোরের একটা জেলা হীরামন্ডির সাংস্কৃতিকে তুলে ধরা হয়েছে🐻।
‘হীরামান্ডি’তে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ, শারমিন সেগাল, শেখর সুমন, ফারদিন খান, অধ্যয়ন সুমন এবং তাহা শܫাহ বাদুশা। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজ।