গত কয়েক বছর ধরে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেম ছিল বলিউডের ওপেন সিক্রেট। তবুও প্রকাশ্যে সেই প্রেমে জাহির করতে ‘ভয়’ কাজ করত সোনাক্ষীর। কিন💯্তু আর কোনও রাখঢার নেই, এখন তিনি মিসেস জাহির ইকবাল। তাই খুল্লমখুল্লা রোম্যান্সের ঝলক শেয়ার করছেন রীতিমতো। হানিমুনের নতুন ছবি শেয়ার করে সেই অনুভূতির কথা ভাগ করে নিলেন বলিউডের ‘দাবাং গার্ল’। আরও পড়ুন-‘সোনা কিতনা সোনা হ্যায়…’, গাইল বন্ধুর🎉া, ‘খামোশ’ বলে চিৎকার! রইল সোনাক্ষীর বিয়ের ভিডিয়ো
ইনস্টাগ্রাম স্টোরিতে জাহিরের সঙ্✨গে একটি সেলফি শেয়ার করে সোনাক্ষী লেখেন, ‘এটা নর্ম্যালভাবে পোস্ট করছি, গত ৭ বছর ধরে শুধু কাছের বন্ধুদের সঙ্গে আর নয়। এটা ভে♏বে দারুণ লাগছে’।
হানিমুনের এই ছবিতেಌ ক্যাজুয়াল পোশাকে দেখা মিলল দুজনের। মাথায় মাথা ঠেকিয়ে ছবি তুলেছেন নবদম্পতি। ছবির উপর ইমোজিতে লেখা রয়েছে, ‘সরি অফ দ্য স্প্যাম’। এর আগে স্বামী জাহির ইকবালের সঙ্গে রোম্যান্টিক হানিমুনের একগুচ্ছ ছবি শেয়ার ꦏকরেছেন সোনাক্ষী সিনহা। সেখানে সুইমিং পুলে সূর্যাস্ত উপভোগ করতে দেখা গিয়েছে তাঁদের।
সোনাক্ষী ও জাহিরের মধুচন্দ্রিমা
ছবিতে সোনাক্ষী ও জাহিরকে পুলের কিনারায় হেলান দিয়ে পানীয় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিউটিফুল সানসেট (রেড হার্ট ইমোটিকন)। দ্বিতীয় ছবিতে সোনাক♕্ষী এবং জাহির দুজনেই স🍃ামনের দিকে তাকিয়ে একসাথে সুন্দর সূর্যাস্তের প্রশংসা করতে দেখেছেন।
সোনাক্ষী বা জাহির কেউই তাদের মধুচন্দ্রিমার লোকেশন ফাঁস করেনি। 🦂তবে দুজনে-কুজনে ভালো সময় কাটাচ্ছে তা ছব💟ি বলে দিচ্ছে।
গত ২৩ জুন জহিরের সঙ্গে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করেন সোনাক্ষী। মুসলিম পাত্রকে বিয়ে করায় তাঁর কপালে জুটেছে কটাক্ষ, তবে সব বিতর্ককে বুড়ো আঙুল♑ দেখিয়ে মনের মানুষকেই জীবনসঙ্গী হিসাবে বেছেছেন সোনাক্ষী। মুসলিম বাড়ির বউমা হলেও নিজের ধর্মই মেনে চলবেন সোনাক্ষী, ইসলাম গ্রহণ করেননি তিনি।
সোনাক্ষী-জাহিরের বিয়ের প্রথম ছবি
বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি দুজনে। গত রবিবার রাতে বিয়ের প্রথম ছবি দিয়ে সোনাক্ষী সমস্ত বিতর্কের জবাব দেন। লিখেছিলেন, ‘এই দিনেই, সাত বছর আগে (২৩.৬.২০♈১৭)তে একে অপরকে চোখে হারিয়েছিলাম। আমরা এই ভালবাসাকে শুদ্ধ রূপ দিয়েছিলাম, এই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলাম। আজ সেই ভালবাসা আমাদের সমস্ত বাধা পার করে এই জায়গায় নিয়ে এসেছে… যেখানে আমাদের দুজনের পরিবার এবং আমাদের নিজ নিজ দেবতার (ঈশ্বর-আল্লা) আশীর্বাদে… আমরা এখন স্বামী এবং স্ত্রী। এই বন্ধন এখন থেক🔯ে অনন্তকাল পর্যন্ত থাকবে…।'