জাঁকজমক নয়, এক্কেবারেই সাদামাটা ভাবে পারিবার, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ২৩ জুন রবিবার বিয়ে সারলেন জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। অভিℱনেত্রী আইভরি রঙের চিকনকারি শাড়িতে সেজে উঠেছিলেন। কিন্তু ꦿসোনাক্ষীর এই শাড়িতে রয়েছে এক বিশেষত্ব! জানেন সেটা কী?
বলি নায়িকাদের বিয়ে মানেই তাঁদের পরনে থাকে কোনও খ্যাতনামা পোশাক শিল্পীর ডিজাইন করা শাড়ি বা লহেঙ্গা। কিন্তু এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম সোনাক্ষী। জানা গিয়েছে, সোনাক্ষী তাঁর জীবনের বিশেষ দিন෴꧋ের জন্য যে শাড়িটি বেছে নিয়েছিলেন সেটি তাঁর মা পুনম সিনহার বিয়ের শাড়ি।
আরও পড়ুন: ‘এটা খুব মিষ্টি…’ এপি ধিলোনের সঙ্গে প্রেম করার প্রসঙ্গে মুখ খুললেন বনিত🧸া
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, সোনাক্ষীর আইভরি রঙের শাড়িট🦂ি যেমন অসাধারণ সূচিকর্মে ভরা তেমনি আবেগেও পরিপূর্ণ। কারণ শত্রুঘ্ন সিনহার সঙ্গে বিয়ের সময়, প্রায় ৪৪ বছর আগে সোনাক্ষীর মা নিজ এই শাড়িটি পরেছিলেন। তবে বিয়েতে নায়িকা কেবল মায়ের শাড়ি নয়, মায়ের গয়নাতেও সেজে উঠেছিলেন।
মায়ের শাড়ি ও গয়নায় ঝলমল করছিলেন সোনাক্ষী। অন্যদিকে, জাহিরের পরনে ছিল সাদা এমব্রয়ডারি করা কুর্তা ও পায়জামা। বিয়ের পর রিসেপশনে সোনাক্ষী লাল সিল্কের বেনারসি শাড়িতে সেজে উঠেছিলন। জাহির পরেছিলেন সাদা ও সোনালি রঙের কাজ করা পোশাক। তাঁদের বিয়ের প্রথম পর্বের ছবিগুলি নবদম্পতি ই𝔍নস্টাগ্রামে শেয়ার করেছিলেন।
আরও পড়ুন: শুধু সোনাক্ষী নন, তাঁর হবু বরও বি-টাউনে পা রাখেন সলমনের হাত ধরে꧋! ꧟জানেন কীভাবে? দেখে নিন
রবিবার পশ্চিম বান্দ্রায় সোনাক্ষীর নিজের অ্যাপার্টমেন্ট 'অওরিয়েত'-এ তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। হিন্দু বা মুসলিম কোনও রীতি নয়, শধুমাত্র সইসাবুদ করেই আইনি বিয়ে সারেন তাঁরা। অবশ্য তাঁরা যে এভাবেই বিয়ে করবেন সে আভাস আগেই দিয়েছিলেন জাহিরের বাবা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন কেবলমাত্র জাহির ও সোনাক্ষী পরিবার। এদিন বিয়ে নিয়ে বিবাদ, অভিমান ভুলে 'লাডলি' সোনাক্ষীর পাশে দাঁড়িয়ে তাঁকে আগলে রাখলেন বাবা শত্রুঘ্ন সিনহা। পাশে🍨পাশে ছিলেন মা পুনমও। যাকে নিয়ে কয়েকদিন আগে রটে, তিনি নিজের মেয়েকে সোশ্যাল মিডিয়া ইনস্🌱টাগ্রাম থেকে আনফলো করেছেন।
বিয়ের সময় বলিপাড়া থেকে উপস্থিত ছিলেন অদিতি রাও হ𓆉ায়দারি, সিদ্ধার্থ ও হুমা কুরেশি। বিয়ের পর পাপারাৎজিদের মিষ্টিও বিলি করেন নব-দম্পতি।
অন্যদিকে, দাদারের বাস্তিয়ান রেস্তারাঁতে আয়োজন করা হয়েছে সোনাক্ষীর রিসেপশন। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল, সলমন খান, রেখা, অনিল কাপুর, সঞ্জয় লীলা বনসালী, হুমা কুরেশি, সায়রা বানু-সহ আরও অনেকে। ডিজে গণেশ অনুষ্ঠানের পারফর্ম করেন। ডিজে গণেশ সম্প🎃্রতি 𝔍প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রকুল প্রীত সিং-এর বিয়েতেও পারফর্ম করেছিলেন। প্রায় ১০০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন এদিন। ভোর ৪টা পর্যন্ত চলে এই মিক্স-অফ পার্টি।