দক্ষিণ মুম্বই-এর💎 সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অঞ্চল কালা ঘোড়ার আইকনিক মিউজিক স্টোর রিদম হাউস কিনে নিলেন সোনম কাপুর ও তাঁর স🌳্বামী আনন্দ আহুজার মালিকানাধীন 'ভানে গ্রুপ'। জানা যাচ্ছে, ৪৭৮.৪ মিলিয়ন রুপিতে (৫.৭ মিলিয়ন ডলার) কেনা হয়েছে এই মিউজিক স্টোরি।
ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনালের মালিক নীরব মোদী কোটি কোটি ডলার ব্যাঙ্ক ঋণ পরিশোধ না করায🌳় ২০১৮ সালে ৩৬০০ বর্গফুটের রিদম হাউসটি বন্ধ করে দেওয়া হয়।ভারতীয় দেউলিয়া আদালত কর্তৃক নিযুক্ত একজন রেজোলিউশন পেশাদার স্টোর বিক্রির তদারকি করে। তাঁরা ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই রিদম হাউস বিক্রির চুক্তির মূল্য নিশ্চিত করে জানিয়েছেন। ফায়ারস্টারের সম্পত্তি বিক্রির দায়িত্বে থাকা সরকারি লিকুইডেটর শান্তনু টি রায় বলেন, ‘স্টেকহোল্ডার কমিটি ৪৭ কোটি ৮৪ লক্ষ টাকায় রিদম হাউস বিক্রির অনুমোদন দিয়েছে।’
আরও পড়ুন-'ক্রেজি নেহি কপি কিয়া রে…', ঐশ্বর্যকে নকল! নেটিজেনদের কাছে ধরা পড়ে গেলেন কৃতি♏ শ্যানন
পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভানে-র একজন মুখপাত্র রিদম হাউস কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তাঁরা এই চুক্তির মূল্য জানাতে অস্বীকার করেন। এই সংস্থাটি শাহী এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের একটা শাখা, আনন্দের বাবা হরিশ আহুজার মালিকানাধীন। ভারতের বৃহত্তম পোশাক প্রস্তুতকারকদের মধ্যে একটি যা ইউনিক্লো, ডিক্যাথলন এবং এইচএন্ড ﷺএম সহ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলিকে পোশাক সরবরাহ করে।
ভানের একজন মুখপাত্র একটি ইমেল বিবৃতিতে দিয়ে জানিয়েছেন, ‘আমরা আমাদের যথাযথ চেষ্টা করেছি এবং এই শহরে আমাদের অল্পবিস্তর উপস্থিতি প্রসারিত করার পরিকল্পনা করেছি। বেসরকারি সংস্থা হিসাবে, আমরা বিক্রি সম🌃্পর্কিত কোনও আর্থিক তথ্যের বিষয়ে মন্তব্য করতে পারি না।’ প্রসঙ্গত ভানের খুচরা 𝔉ইউনিট ভারতে নাইকি এবং কনভার্স স্টোরের চেইন পরিচালনা করে।
রিদম হাউস বিক্রি হয়ে যাওয়ার ফলে সঙ্গীতপ্রেমীদের একটা প্রজন্ম, একটা যুগের সমাপ্তি হল। ♊বিশেষ করে যাঁরা ভিনাইল, ক্যাসেট এবং কমপ্যাক্ট ডিস্কে তাঁদের প্রিয় শিল্পীদের গান শুনে বড় হয়েছেন, তাঁদের যুগের অবসান হল। ১৯৪০-এর দশকে প্রতিষ্ঠিত রিদম হাউসে একসময় ধ্রুপদী শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, জেথ্রো টুলের ইয়ান অ্যান্ডারসন এবং বলিউড বহু নামী তারকা, কিংবদন্তি সংগীতশিল্পীদের ক্য়াসেট থেকে রেকর্ড সবই পাওয়া যেত। তবে ৯০ এর দশকের শেষের দিকে মিউজিকের দুনিয়ায় পাইরেসি, ডিজিটাল স্ট্রিমিংয়ের আবির্ভাবে এই ল্যান্ডমার্ক স্টোরটিকে প্রাসঙ্গিকতা হারায়।