দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আজ জন্মাষ্টমী, আর মাত্র ৪৩ দিন পর উমা বাপের বাড়ি আসবে। দেবীর আগমনের জোর তোড়জোড় টেলিপাড়াতেও। কা♑রণ দুর্গাপুজো মানেই তো মহালয়া। মহালয়ার ভোরে কোন চ্যানেল কত দর্শক টানবে সেই নিয়ে জোর টক্কর। জি বাংলা ও কালার্স বাংলায় কে দুর্গা হচ্ছেন তা তো ইতিমধ্যেই পাকাপাকিভাবে জেনে গিয়েছে দর্শক। এবার শিলমোহর স্টার জলসার দুর্গত𝔉িনাশিনী-তেও।
‘মোহর’ এবার মহিষাসুরমর্দিনী-
জল্পনা আগেই শোনা গিয়েছিল, এবার শিলমোহর উপর সেই জল্পনায়। ‘এক্কা দোক্কা’র নায়িকা সোনামণি সাহা-কেই দেখা যাবে স্টার জলসার মহিষাসুরমর্দিনী হিসাবে। প্রথমবার টেলিভিশনের পর্দায় দুর্গা হিসাবে ধরা দেবেন ‘মোহর’ খ্যাত নায়িকা। খুব উত্তেজিত সোনামণি। এক সাক্ষাৎকারে তিনি জানান, মহালয়ার অংশ হওয়ার সুপ্ত ইচ্ছে তাঁর বরাবরে। অভিনেত্রী বলে🌟ন, ‘এখনও পর্যন্ত কোনও বছরই মহালয়ায় দেখা যায়নি আমাকে। তবে এই বছর যখন সুযোগটা আসে তখন আর না করতে পারিনি।’
সৌরভ দাস থাকছেন মহিষাসুরের চরিত্রে-
বৃহস্পতিবার থেকেই শ্যুটিং শুরু হয়েছে জলসার মহালয়ার। সোনামণি যেমন দুর্গা হচ্ছেন, তেমনই অসুরের চরিত্রেও 🏅থাকছেন জনপ্রিয় অভিনেতা। ‘মন্টু পাইলট’ সৌরভ দাসকে দেখ💞া যাবে মহিষাসুরের চরিত্রে।
‘মোহর’ ধারাবাহিকে সোনামণির প্রতিবাদী রূপ তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে, আপতত ‘এক্কা দোক্কা’র শ্যুটিং নিয়েও ব্যস্ত অভিনেত্রী। পাশাপাশি এ বছরই ‘শঙ্খ’ প্রতীক সেনের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। চলতি মাসেই শুরু হবে সেই ছবির শ্যুটিং। আরও পড়ুন-শেষ মুহূর্তে 𒐪শোলাঙ্কিকে হটিয়ে জলসায় ‘মহিষাসুরমর্দিনী’ সোনামণি? কেন বাদ খড়ি?