গায়ক সোনু নিগম ৮ মার্চ তার পর🐻িবারের কনিষ্ঠ সদস্য অভিয়ান যাদবের সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে একটি গান গেয়েও শোনান। তিনি ইনস্টা𓆉গ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তাঁর সা রে গা মা পা গাওয়া নিয়ে বাচ্চার প্রতিক্রিয়া ধরা পড়েছে। ভিডিয়োটি অনলাইনে সকলেরহৃদয় জয় করেছে।
‘একটি অত্যন্ত পরিশ্রমী ও পবিত্র দিন কোনও 🦄একটি মিষ্টি ফল দিয়ে শেষ করলে কেমন হয়! আমার বর্ধিত পরিবারের কনিষ্ঠতম সদস্য অভয়ান যা𓆏দবের সঙ্গে দেখা করুন। আমি যখন তাকে প্রথমবার কোলে নেই, এবং তার জন্য সা রে গা মা পা গাই, সে আমাকে এভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছিল। একেবারে ঐশ্বরিক’, ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন সোনু নিগম। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সোনু নিগম ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে সা রে গা মা পা গাইছেন।
সোনু নিগমের গাওয়া ‘সা রে গা মা পা’ দেখুন এখানে:
ভিডিয়োটি একদিন আগে𓆉ই ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। পোস্ট করার পর থেকে, এটিতে দুই মিলিয়নেরও বেশি ভিউ এসেছে এবং অসংখ্য লাইক ও কমেন্ট। অনেকেই কমেন্ট সেকশনে সোনু ও তাঁর কোলে থাকা শিশুটির ব্যাপারে নিজেদের মতামত ভাগ করে নিয়েছেন।
‘গান ভালোবাসার ভাষা। আরও একবার তা প্রমাণিত হল’, একজন ব্যক্তি পোস্ট করেছেন। আরেকজন লিখেছেন, ‘এটি যেন একটি ঐশ্বরিক মুহূর্ত। ভালোবাসায় ভরিয়ে রাখার মতো। মনটা ভরে গেল। অনেক আশীর্বাদ খুদেটিকে।’তৃতীয়জন লিখেছেন, ‘কী মিষ্টি। ঈশ্বর তাঁর মঙ্গল করুন’। ‘খুব সুন্দর’꧂, মন্তব্য পঞ্চম জনের। ষষ্ঠ একজন যোগ দিল, ‘আঃ। এটাই দ্য বেস্ট!🌱’
এর আগে গায়ক শানের💮 ছেলে মাহির সঙ্গে 'প্রথমবার' গান গাওয়ার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, বাবা-ছেলে জুটি গাইছেন কিশোর কুমারের হিট গান ‘মেরে সামনে ওয়ালি খিড়কি মে’।
কদিন আগেই ছিল ইন্ডিয়ান আইডলের ফাইনাল। সেখানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তিনি। শুধু তাই নয় বেশ কিছু গান শোনা যায় তাঁর গলায় শোনালেন ম্যায় হু না, ইস প্যায়র কো ꦚমে কেয়া নাম দু, হিরো য্যায়সা নাচ কে দিখাও, অভি মুঝ মে কহি।
মঞ্চে তিনি যৌথভাবে সংগীত পরিবেশনা করেন শ্রেয়া ঘোষলের সঙ্গেও। শ্রেয়ার সুরেলা সফর শুরু হয়েছিল যেই রিয়েলিটি শো থেকে, সেখানে সঞ্চালনা করেছিলেন গায়ক। সেদিনের সেই খুদের এত বড় সাফল্য গর্বিত করে গায়ককে বরাবরই। একসঙ্গে যখন সোনু আর শ্রেয়া গাইলেন ‘সোনিয়ো’, ‘পিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়া বোলে’-র মতো গান, তখন সুরের মূর্চ্ছনায় ভেসে গিয়েছিল চারিদিক।