করোনাকালে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা হয়ত খুব কম মানুষই পারেন। আর সেকারণেই দেশবাসীর কাছে ‘মাসিহা’হয়ে উঠেছেন সোনু সুদ। যাঁদের বিপদে সোনু সুদ পা🥂শে দাঁড়িয়েছেন, তাঁরা এখন সোনু বলতে 'পাগল'। কেউ অভিনেতার নামে দোকান খুলছেন, তো কেউ আবার অভিনেতার নামে ট্যাটু করিয়েছেন। যিনি একসময় অসহায় মানুষের কাছে খাবর পৌঁছে দিয়েছেন, এবার সেই সোনুর নামেই রাখা হল দেশের সবথেকে বড় খাবারের প্লেট।
সোনুর নামে এই বিশাল খাবারের প্লেট নিয়ে এসেছেন হায়দরাবাদের কোন্ডাপুরের জিসমত জেল মান্ডি রেস্তোরাঁ। যে রেস্তোরাঁটি আবার জেলের থিমে সাজানো। এই রেস্তোরাঁর তরফে যে আমিষ খাবারের প্লেট বানানো হয়েছে, তাতে ২০ জনের পেট ভালোভাবে ভরে যাবে। তাঁর নামে তৈরি সবথেকে বড় খাবারের প্লেটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনু সুদ। লিখেছেন, ‘ইন্ডিয়াস বিগেস্ট প্লেট এখন আম🍃ার নামে নামকরণ করা হয়েছে। তবে আমি একজন নিরামিষাশী, আর খুব অল্প খাবার খাই, তার নামে এত বড় খাবারের প্লেট থাকতে পারে না যেটা একবারে ২০ জনেক পেট ভরাতে পারে।’ আর নিরামিষাশী হওয়ার কারণেই এতবড় প্লেট থেকে খাবার একটু চেখে দেখতে পারলেন না সোনু।