খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল ‘গোধূলি আলাপ’। এই সিরিয়ালে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে কৌশিক সেনের রোম্যান্স ফুটে উঠবে। যা নিয়ে রীতিমতো হইচই কাণ্ড। ‘কাকু’র বয়সী অ্যাডভোকেট অরিন্দমের সঙ্গে ভাগ্যের পরিহাসে সাতপাকে বাঁধা পড়বে বহুরূপী নোলক। দু'জনের বয়সের ফারাক বিসꦦ্তর। সমাজে কী প্রভাব ফেলবে এই সম্পর্ক, সেটাই দেখানো হবে ‘গোধূলী আলাপ🃏’-এ।
এই সিরিয়াল প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। এবার সেই সংস্থার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। বেশ কিছুদিন মেগা সিরিয়াল থেকে গ൩ায়েব সৌমিলি। এই সিরিয়ালে কৌশিক সেনের প্রেমিকার চরিত্রে অভিনয়ের কথা ছিল সৌমিলি। কিন্তু এরপর এমন কী ঘটল যে সিরিয়🔯াল ছাড়তে বাধ্য হলেন তিনি?
সৌমিলি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর চরিত্র নির্ধারণ করতে গিয়ে বেজায় গরিমসি করেছে প্রযোজনা সংস্থা। তিনি বলেন, ‘প্রথমে আমায় কৌশিক সেনের প্রেমিকা চরিত্রের জন্য ডাকা হয়। চরিত্রটি খলনায়িকার ছিল। যার সঙ্গে কৌশিকদার প্রেম হবে কিন্তু বিয়ে হবে না। যেহেতু এর আগে খলনায়িকা চরিত্রে অভিনয় করিনি। তাই আমি এক কথায় রাজি হয়ে যাই’। কিন্তু এরপরই শুরু হয় ঝামেলা।’ সৌমিলি যোগ করেন, পরবর্তী সময়ে তাঁকে ভাস্বর চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয়ের জন্য বলা হয়। সেই চরিত্রটি করতে রাজি হয়ে যান সৌমিলি কারণ এর আগেও ভাস্বরের বিপরীতে♊ অভিনয় করেছেন তিনি, জুটি হিসাবে তাঁরা বেশ জনপ্রিয়। চিত্রনাট্য অনুযায়ী তাঁর একটি ছোট্ট মেয়ে থাকবে। খলনায়িকার বদলে এই চরিত্রটিও নাকি কম গুরুত্বপূর্ণ নয়, এমনটাই জানানো হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে।
কিন্তু সিরিয়ালের প্রোমো সামনে আসতেই আকাশ থেকে পড়েন সৌমিলি। সেই ঝলক থেকে বাদ পড়েন তিনি। এরপরই সামনে আস𓆏ে আসল চমক। প্রযোজনার সংস্থার তরফে বলা হয় তাঁর চরিত্রটি পালটে গিয়েছে। এখন তাঁকে ভাস্বরের বিধবা বোনের ভূমিকায় অভিনয় করতে হবে। যার ১৪ বছরের মেয়ে রয়েছে। আর ভাস্বরের স্ত্রীর ভূমিকায় থাকবেন অর্পিতা চট্টোপাধ্যায়। আগে ভাস্বরের বোন হওয়ার কথা ছিল অর্পিতার। এই অপমান সহ্য করতে পারেননি সৌমিলি, তিনি সাফ জানিয়ে দেন এই চরিত্রে অভিনয় করতে রাজি নন তিনি। তাঁর দাবি, আমি জানি না কার নির্দেশে আমাকে এতটাই অপমানিত হতে হলো'। ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই দশক ধরে কাজ করে এমন পরিস্থিতির মুখে কোনওদিন পড়তে হয়নি তাঁকে আক্ষেপ ও অভিমানের সুরে জানান সৌমিলি।
তবে প্রযোজনা সংস্থার পাশাপাশি চ্যানেলের বিরুদ্ধেও ক্ষোভ সৌমিলি। তিনি বলেন, কেরিয়ারে আজ পর্যনඣ্ত কোনওদিন স্টার জলসার তরফে কাজ করবার অফার পাননি তিনি। বছরখানেক আগে এক নায়কের মায়ের চরিত্র অফার করা হয়েছিল, যা তিনি সপাটে ফিরিয়ে দেন। এই বয়সে মা-মাসির চরিত্রে অভিনয় করতে চান না সৌমিলি। জলসার প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলাতেই বেশিরভাগ করেছেন সৌমিলি। সেখানে কোনওদিন কোনও সমস্যার মুখে পড়েননি তিনি। চ্যানেলে চ্🍨যানেলে রেষারেষির জেরেই কি সৌমিলির সঙ্গে এমন ঘটনা ঘটল? তেমনই ইঙ্গিত মিলল অভিনেত্রীর কথায়।