জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাব𝔉াহিক পরিণীতা। সেই ধারাবা𓆉হিকে হিরোর পিসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাসকে। লম্বা বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরলেন তিনি। হিন্দুস্তান টাইমস বাংলাকে কী জানালেন তাঁর আগামী কাজ সম্পর্কে?
পরিণীতায় পিসির চরিত্র প্রসঙ্গে কী বললেন সৌমিলি?
রায়ান অর্থাৎ পরিণীতা ধারাবাহিকের নায়কের পিসির চরিত্রে ধরা দেবেন সৌমিলি ঘোষ বিশ্বাস। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, 'আমার চরিত্রটা হিরোর পিসির চরিত্র। ইয়ং পিসি, প্রতিবাদী একটা চরিত্র। বড় হিরো-হিরোইনের মায়ের চরিত্র করতে চাইনি। কিন্তু, সেখানে ভালো একটা চরিত্র দিয়েছে ওরা। গল্পে দেখা যাবে আমার বাবা একটা ডমিনেটিং, রাশভারী চরি♛ত্র। সব কিছুকে সে নিয়ন্ত্রণে রাখতে চায়। বাবার জন্যই আমার বিয়ে হয়নি, কারণ আমি যে ছেলেটিকে পছন্দ করেছিলাম তাকে তিনি মেনে নেননি। তাই পিসিও আর বিয়ে করেনি। ওদিকে আমার ভাইপো-ভাইঝিদের বিয়ের বয়স হয়ে গিয়𒁏েছে। আদি বাড়ি যে গ্রামে সেখানকার ছেলে মেয়েদের সঙ্গেই নাতি-নাতনিদের বিয়ে দেবেন বলে ঠিক করেন আমার বাবা। এদিকে, পিসি ভাইপো-ভাইঝিদের খুব ভালোবাসে। আগলে রাখে। চায় না তাদের জীবন নষ্ট হোক। অতএব, সে বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাকি সবাই বাবাকে ভয় পায়। তারপর রায়ানের বউ বিয়ে করে আসার পর সবার সঙ্গে কী করে মানিয়ে নেয় সেটা নিয়ে এই গল্প।' তিনি এদিন নিজের চরিত্রের বিষয়ে কথা বলতে গিয়ে আরও জানান, 'যদিও বিত্তশালী পরিবারের মেয়ে, তবুও আমার চরিত্রটা তার বাবার উপর নির্ভরশীল নয়। বরং আমার চরিত্রটির নিজের নাচের স্কুল আছে। সে স্বাধীন, নিজের খরচ নিজে বহন করে।'
এতদিন পর ছোট পর্দায় ফিরে কেমন লাগছে?
লম্বা সময়ের পর ফের ছোট পর্দায় ফেরার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, 'শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। একেবারে হইহই করে কাজ চলছে। ভীষণই ভালো লাগছে। জি বাংলা আমার খুব কাছের। ওরা বারবার আমায় ভালো ভালো চরিত্রে কাজের সুযোগ দিয়েছে। সেই লোকনাথেꩵর মায়ের চরিত্র দিয়ে শুরু, তারপর ফিকশন, নন ফিকশন বিভিন্ন কাজই করেছি। মাঝে স্টার জলসায় রামপ্রস🅘াদে একটা ছোট চরিত্রে কাজ করেছি। কিন্তু এটা গুরুত্বপূর্ণ চরিত্র। ভীষণ ভালো একটা টিম পেয়েছি। ধন্যবাদ চ্যানেলকে।'
আরও পড়ুন: 'যতবার একদিনে দুজনের সিনেমা রিলিজ করেছে আবি☂রের ছবি বেশি ব🌊্যবসা করেছে দেবের থেকে', দাবি রানার!