দেব বর্তমানে বিভিন্ন ধরনের কাজ করছেন। একই স্বাদের ছবি আনছেন না। এবং প্রায় প্রতিটি ছবিই বক্স অফিস🔯 হিট। তবে এবার পুজোয় আবিরের বহুরূপীর কাছে বক্স অফিস সংখ্যার কাছে পিছিয়ে পড়েছে দেবের টেক্কা। তারপরই উক্ত দুই অভিনেতার তুলনা টানলেন প্রযোজক রানা সরকার। দুজনের মধ্যে এগিয়ে রাখলেন আবিরকেই। বললেন তিনিই সুপারস্টার, ইঙ্গিতে বোঝালেন দেব সেটা নয়।
কী লিখলেন এদিন রানা সরকার?
এদিন অঙ্ক কী কঠিন ছবির প্রযোজক রানা সরকার লেখেন, 'আবির চ্যাটার্জী সুপারস্টার। আবির বাংলা ইন্ডাস্ট্রির সেই ব্যক্তি যার অভিনীত দুটো সিনেমা একদিনে রিলিজ করেছে এবং বক্স অফিসে দুটো সিনেমা সর্বোচ্চ ব্যবসা করেছে। ক্রিসমাস ২০১৪ -তে আবির অভিনীত ‘ফেলুদা বাদশাহি আংটি’ ও ‘ব্যোমকেশ ফিরে এলো’ একত্রে ১১ কোটি টাকা ব্যবসা করেছিল। অনেকেই জানেনন না পুজো-২০২২ রিলিজ আবির অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ বক্স অফিসে দেব অভিনীত ‘প্রজাপতি’ সিনেমা ক্রিসমাস-২০২২ রিলিজ থেকে বেশি ব্যবসা করেছিল। ২০২৩ ও ২০২৪ দুর্গাপুজো রিলিজে আবির অভিনীত সিনেমা দেব অভিনীত সিনেমার থেকে বক্সঅফিসে বেশি ব্যবসা করেছে। যতবার আবির ও দেবের সিনেমা একদিনে রিলিজ হয়েছে প্রতিবার আবিরের সিনেমা বক্সঅফিসে বেশি ব্যবসা করেছে।' তিনি এদিন দেবকে কটাক্ষ করে আরও লেখেন, 'কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবির চ্যাটার্জীই সেই সুপারস্টার যার সিনেমা লাভ করতে স্যাটেলাইট রাইট বিক্রির টাকার অঙ্ক ধরতে হয় না, বক্স অফিসেই প্রযোজক সিনেমা লাভের টাকা তুলে নিতে পারে। ইন্ডাস্ট্রির স্ট্রাগল টাইমে আবিরকে অনেক অপমান করা হয়েছে। অঞ্জন দত্ত আবিরকে ব্যোমকেশ চরিত্র থেকে বাদ দিয়েছে, সন্দীপ রায় ফেলুদা চরিত্র থেকে বাদ দিয়েছে। সৃজিত মুখার্জি এক ‘শাহজাহান রিজেন্সি’ ছাড়া কোনꦆ সিনেমাতে আবিরকে বড় রোল দেয়নি। কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ বা সোনাদা সিরিজ সবসময় সুপারহিট। তবুও আবিরের বক্সঅফিসের সাফল্য আজ অন্য সুপারস্টারদের থেকে বেশি। এছাড়া ভদ্রতা, সৎ, চরিত্রবান ও ভালো মানুষ হিসেবে আবির এই ইন্ডাস্ট্রিতে সব মহলে সন্দেহাতীত ভাবে পরিচিত।'
আরও পড়ুন: ভালো বাংলা বলতে পারতেন না শ্রেয়া! রূপঙ্করের দাবি ꦯশুনে নেটপাড়া বলছে, 'এত হিংসে রাখেন কোথায়?'
পরিশেষে তিনি দেবের অনুরাগীদের জনপ্রিয় লাইন 'শিরায় শিরায় গরম রক্ত আম🦩রা দেবদার ভক্ত' পাল্টে লেখেন, 'শিরায় শিরায় ভদ্র, বাঙালি সুপারস্টার আবিরদার ভক্ত।'
এই বিষয়ে 🙈বলে রাখা ভালো রানা সরকার প্রযোজিত ধূমকেতু ছবিটিতে কিন্তু দেব আছেন। যদিও মুক্তি পায়নি এখনও সেই ছবি।
আরও পড়ুন: ৬৬ বছর বয়সে ফের শক্তিমান হবেন মুকেশ খান্ন🔯া? টিজার প্রকাশ্যে আসতেই তুঙ্গে জল্পনা
কে কী বলছেন?
রানা সরকারের পোস্টে নেটিজেনরা আড়াআড়ি ভাবে দুই ভাগ ভেঙে যান। কেউ আবিরকে সমর্থন করেছেন, কেউ আবার দেবকে। এক ব্যক্তি লেখেন, 'কলকাতার বাইরে আবিরকে কেউ কি চেনে? অ্যাকশন, ড্যান্স, ডায়লগ এগুলো তো ছেড়েই দিলাম, আপনি যেন আবার বলবেন না বহুরূপীতে তো অ্যাকশন করেছে! কাকু ওটা অ্যাকশন না। বহুরূপী দারুণ সিনেমা কিন্তু সেটা কখনও আবিরের জন্য না। সোনা দা, ব্যোমকেশ - দিয়ে সুপারস্টার হওয়া যায়? গ্রাম বাংলায় আদৌ কি আবিরের কোনও ক্রেজ আছে? আবির একজন দুর্দান্ত অভিনেতা কিন্তু সুপারস্টার কখনও না।' আরেকজন লেখেন, 'কলকাতায় আবির চ্যাটার্জি আমার সবচেয়ে প্রিয় নায়ক।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কলকাতার নায়কদের ভিতর আমার আবিরকে ভালো লাগে। ভদ্র মার্জিত। দেখতেও বেশ ভালো। ওর অভিনয় খুব ভালো।' চতুর্থ জন লেখেন, 'নতুন পরিচালক ও নতুন প্রোডাকশন হাউজের ব্যানারে সুপারহিট কি কি দিয়েছে? টালিগঞ্জ মানে এখন ৫/৬ টা প্রোডাকশন হাউজ। ৫/৬ পরিচালক এবং ৩/৪ জন হিরোর দখলে। মার্কেট ওপেন না হলে এইভাবেই🐷 ধুঁকতে ধুঁকতে চলবে। বহুরূপী প্রচুর হিট করল (সেই শিবু নন্দিতা) তাতে টলিউডের বাকি ইন্ডাস্ট্রির কি লাভ হল?'