৯০ এর দশকের বাচ্চা মানেই শক্তিমান প্রথম সুপারহিরো। ভারতের প্রথম সুপারহিরো। তখনও কৃষ, রাওয়ান, ইত্যাদি কোথায়? ছোট পর্দায় দাপিয়ে বেড়াত শক্তিমান। সম্প্রতি জানা গিয়েছিল সুপারহিরো বড় পর্দাꦓয় আসবে। কিন্♔তু সেই ছবির কোনও আপডেট না মিললেও জানা গেল ছোট পর্দায় ফিরছে শক্তিমান।
আরও পড়ুন: ভালো বাংলা বলতে পা🦩রতেন না শ্রেয়া! রূপঙ্করের দাবি শুনে নেটপাড়া বলছে, 'এত হিংসে রাখেন কোথায়?'
ছোট পর্দায় ফিরছে শক্তিমান
ইনস্টাগ্রামে রবিবার মুকেশ খান্না নিজেই এই সুখবর ভাগ করেছেন। জানিয়েছেন ছোট পর্দায় ফিরছে শক্তিমান। আর সেই খবর ঘোষণা করে তিনি লেখেন, 'এবার সময় হয়েছে তাঁর ফেরার।' আর সেই খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের ম♑ধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
এদি✤ন শক্তিমান শোয়ের টিজার পোস্ট করে মুকেশ খান্না লেখেন, ' এবার সময় হয়েছে ওঁর ফেরার। আমাদের প্রথম ভারতীয় সুপার টিচার, সুপাত হিরোর। হ্যাঁ, আজকালকার বাচ্চাদের উপর যখন অন্ধকার এবং খারাপের প্রভাব পড়ছে তখন ও ফিরছে। একটা বার্তা নিয়েই ফিরছে। শিক্ষা নিয়ে ফিরছে। আজকালকার প্রজন্মের জন্য শিক্ষা নিয়ে ফিরছে। ওকে স্বাগত জানাও। টিজার দেখো ভীষণ ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে।'
মুকেশ খান্নার পোস্ট করা সেই ছোট্ট ভিডিয়োতে শক্তিমানের সেই আইকনিক ঘুরপাক খেতে দেখা যাচ্ছে। একই সঙ্গে গাইছেন, 'আজাদি কে দিওয়ানো নে জাং লড়ি ফ♕ির জানে দি, অঙ্গ অঙ্গ কাট গায়ে মগর আঁচ ওয়াতান পর না আনে দি।' এই গান গাওয়ার সময় শক্তিমানের সামনে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, প্রমুখের ছবি দেখা যাচ্ছে। যদিও এই আইকনিক চরিত্রে মুকেশ খান্নাই আবার ধরা দেবেন, নাকি অন্য কেউ থাকবেন সেটা স্পষ্ট নয়🌃। কারঁ শক্তিমানের মুখ দেখা যায়নি টিজারে। যদি মুকেশ আসেন তবে তিনি ৬৬ বছর বয়সে সুপারহিরো হয়ে আসবেন পর্দায়। একই সঙ্গে জানা যায়নি এই শো কোথায়, কবে থেকে দেখা যাবে সেই তথ্যও।
আরও পড়ুন: আন্দাজ আপনা আপনা𒊎র ৩০ বছর! বক্স অফিসে ছবির ভরাডুবি নিয়ে আমির বলেন, 'কেউ তখন জানতই না যে...'
কে কী বলছে?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'ছোটবেলার দিনগুলো ফিরে আসছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'রোজ স্কুল থেকে ফিরেই দেখতাম। খুব মিস করতাম। আবার দেখব।' তৃতীয় ব্যক্তি লে😼খেন, 'পুরো নস্টালজিয়া।'