সিরিয়ালের আসা যাওয়ার খেলায় স্টার জলসায় আজ থেকে ফের একটি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। নাম ‘সন্ধ্যাতারা’। সাড়ে সাতটার স্লটের ‘মেয়েবেলা’ ধারাবাহিককে সরিয়ে সেই জায়গায় আসছে এই নতুন মেগা। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘এই পথ যদি না শেষ হযౠ়’ খ্যাত অন্বেষা হাজরাকে। সঙ্গে থাকবেন নবাগত সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য ধারাবাহিকের পরিচিত মুখ অমৃতা দেবনাথ।
ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকে। দুই বোন হল সন্ধ্যা এবং তারꩵা। দুজনই একে অন্যকে ভীষণ ভালোবাসে। একে অন্যের ভালো থাকা নিয়ে ভাবে। এমন সময় জানা যাবে যে তাদের পছন্দও একই মানুষ। একজনকেই তারা ভালোবাসে। এবার কে পাবে তার ভালোবাসার মানুষকে? আর কেই বা স্বার্থত্যাগ করবে সেটাই ফুটে উঠবে এই ধ✅ারাবাহিকে।
সন্ধ্যা এবং তারার বাবা নেই। সন্ধ্যাই সংসারের জোয়াল টানে। সে বাড়ির মেজ মেয়ে। এবার বোনের জন্য দিদি নিজের ভালোবাসাকেꩵ ছাড়ে নাক♏ি বোন স্বার্থত্যাগ করে সেটাই দেখার পালা। এই ধারাবাহিকে প্রথমবার দেখা যাবে সৌরজিৎকে। ইতিমধ্যেই তিনি তাঁর গুড লুকস দিয়ে বেশ ভালোই ফ্যান ফলোয়িং বানিয়ে ফেলেছেন। কিন্তু কীভাবে এই প্রথম কাজের অফার গেছিল তাঁর কাছে?
সৌরজিৎ জানান 'আমার কাছে প্রযোজনা সংস্থা থেকেই প্রথম কল গিয়েছিল। ৮ দফা অডিশন দেওয়ার পর আমাকে এই চরিত্রের জন্য বাছা হয়েছে।' বাস্তবে সৌরজিৎ কেমন? পর্দার আকাশনীল এবং বাস্তবের সৌরজিতের মধ্যে ফারাক কতটা? এই বিষয়ে তিনি বলেন, 'আমিও আকাশন💦ীলের মতোই। নিজের পরিবারের সঙ্গে থাকতে, তাঁদের নিয়ে থাকতেই পছন্দ করি। কেউ বিপদে পড়লে চুপ করে থাকতে পারি না। এগিয়ে যাই। কিন্তু হ্যাঁ, কখꦗনও বিবাদে জড়াই না, আমার এই চরিত্রের মতো।'
প্রসঙ্গত সৌরজিৎ মেদিনীপুরের ছেলে হলেও তিনি পড়াশোনা করেছেন লিলুয়া ডনবস্কো স্কুলে। থাকেন বেলুড়ে। স্কুলের পর আশুতোষ কলেজ থেকে পড়াশোনা করেছেন। তবে সৌরজিৎ যতটাই শান্ত ততটাই নাকি ভীতু! এমনটাই জানালেন তাঁর সহ অভিনেত্রী অন্বেষা। তিনি সৌরজিতের বিষয়েꦓ কথা বলতে গিয়ে এবিপি আনন্দকে বলেন, 'ওর সঙ্গে এটা আমার প্রথম কাজ। কিন্তু বেশ ভালো কাজ করছে। যদিও সৌরজিৎ আমায় একটু ভয় পায়। কেন পায় সেটা জানি না।' উত্তরে কেবল হাসি ফিরিয়ে দেন অভিনেতা।
এই বিষয়ে উল্লেখযোগ্য, স্টার জলসার সাতটা এবং সাড়ে সাতটার স্লট, দুটোতেই এখন নতুন ধারাবাহিক। ‘মেয়েবেলা’কে ৫টায় দিয়ে সেখানে ‘সন্ধ্যাতারা’ আছে আজ থেকে। অন্যদিকে ‘গাঁটছড়া’কে ‘গোধূলি আলাপ’-এর জায়গায় ১০💮📖.৩০ টায় পাঠিয়ে ‘তুঁতে’ শুরু হয়েছে ৭টায়। এই ধারাবাহিক গত সপ্তাহ থেকে শুরু হয়েছে।