আর জি করের চিকিৎসক খুন ও ধর্ষণের মামলাকে ‘ছুটকো ঘটনা’ বলে বিতর্কে জড়ান সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনদিন আগে স্ত্রী ডোনার নাচের স্কুলের প্রতিবাদ মিছিলে হাঁটার অনুমতি না পেলেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় সৌরভকে। পাশে ছিলেন মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। মিডিয়ার মুখোমুখি হয়ে আলটপকা মন্তব্য করে বসেন🐈 সানা। কলকাতায় কতটা সুরক্ষিতবো💃ধ করেন তিনি? এই প্রশ্ন শুনে সানা বলে বসেন- ‘আমি তো কলকাতায় থাকি না…’। ব্যাস, তারকা কন্যার এই মন্তব্য ঘিরে শুরু নতুন বিতর্ক।
আপতত লন্ডননিবাসী সৌরভ কন্যা। তবে ক্লাস টুয়েলভ অবধি কলকাতাতেই পড়াশোনা করেছেন সানা। লরেটো স্কুল থেকে ১০+২ পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য লন্ডন পাড়ি দিয়েছিলেন সৌরভ কন্যা। UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সানা গঙ্গোপাধ্যায়। এরপর যুক্তরাজ্যের একাধিক নামীদামী কনলাস্টিং ফার্ম যেমন পিডব্লুসি (PWC), ডেলোয়েটে (Deloitte) ইন্টার্নশিপ করেছেন, এরপর ꦑআপতত সেখানেই চাকরিরতা।
গত ডিসেম্বরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভ’-এ চাকরি পেয়েছেন ২২ বছর বয়সী সানা। মেয়ের সাপোর্টে সেই সংস্🔯থার একাধিক অনুষ্ঠান দেখা মেলে সৌরভেরও। দাদাগিরির মঞ্চেও সৌরভকে বলতে শোনা গিয়েছে, তাঁর অনিচ্ছা সত্ত্বেও মেয়ে কিন্তু লন্ডনেই থাকতে চায়। কারণ সেখানে অনেক ‘সৌরভ-কন্যা’ হওয়ার বোঝা বইতে হয় না তাঁকে।
আপনি জানলে চমকে যেতে পারেন এখন বার্ষিক সানার আয় কত! ২২ বছরের সৌরভ কন্যার ‘ইনোভারভ’-এ কনসালটান্ট পদে রয়ꦿেছেন। গ্লাসডোরের মতো ওয়েবসাইটের থেকে জানা যায়, বর্তমানে যুক্তরাজ্যে এক কনসালটান্টের বার্ষিক বেতন কমপক্ষে ৪৯,৬৪৭ পাউন্ড। INNOVERV-র ওয়েবসাইটে বলা হয়েছে বাজার দরের চেয়ে বেশি বেতন দেওয়া হয় এই সংস্থার কর্মীদের। সুতরাং সানার বার্ষিক আয় কমপক্ষে প্রায় ৫০ হাজার পাউন্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ লক্ষ টাকা।
বো⭕ঝাই যাচ্ছে, মাসে প্রায় সাড়ে চার লক্ষ টাকা বেতন পান সানা🌳 গঙ্গোপাধ্যায়। এর আগে ডেলোয়েট (UK)-তে ইন্টার্নশিপের সময়ও মাসে £1 870 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা বেতন পেতেন সানা।
সৌরভ ও ডোনার একমাত্র সন্তা🐽ন সানা। ২০০১ সালে জন্ম তাঁর। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি মায়ের কাছে নাচেরও তালিম নিয়েছেন সানা। তবে খেলাধূলার প্রতি সেভাবে ঝোঁক ছিল না তাঁর। এখন সময় পেলেই ডোনা এবং সৌরভ লন্ডনে গিয়ে মেয়ের সঙ্গে সময় কাটান। চলতি মাসেই কলকাতায় এসেছেন সানা। সূত্রের খবর, অফিস সংক্রান্ত কাজেই নাকি তাঁর কলকাতায় আসা।