৮ জুলাই গোটা রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে ঠিক কী কী হল সবাই দেখেছে। ভোট দিয়ে গিয়ে প্রাণ হারিয়েছে ভোটাররা। বাদ যাননি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও। সম✅স্ত কাণ্ড দেখে শুনে সকলের প্রতিক্রিয়া একটাই এটাই গণতন্ত্রের উৎসব? এ যে রক্তের অকাল হোলি খেলা! এত মানুষ মারা গেলেন তাও স্রেফ একটা ভোটকে কেন্দ্র করে। পোলিং অফিসার থেকে এজেন্ট এমনকি পুলিশরা পর্যন্ত দুষ্কৃতীদের তাণ্ডবের ভয় প্রাণ বাঁচিয়ে লুকিয়েছেন কোথাও, কোথাও আবার অসহায়ের মতো তাঁদের কাঁদতে দেখা গিয়েছে। এবার এই ঘটনার পর প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন সেলেবরা। ঋদ্ধি সেন থেকে শুরু করে সৌরভ পালোধী এঁরা সকলেই সোশ্যাল মিডিয়ায় এসে মনের ক্ষোভ উꦆগড়ে দিয়েছেন।
এদিন সৌরভ পালোধী তাঁর ফেসবুক পোস্টে রীতিমত তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন গোটা ঘট💧নার জন্য। বাদ দেননি বুদ্ধিজীবীদের। তিনি তাঁদের সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, 'ফলাফল তো বেরিয়ে গেছে, ১১ তারিখ কী হবে? এরা আবার আবিরও খেলবে তাই না। বেহায়া। তৃণমূলের দালাল বুদ্ধিজীবীগুলোর আজকের ভোটও শান্তিপূর্ন মনে হয়েছে তাই বোধহয় তারা চুপ। যারা যারা মৃত আজ, সবার খুনি তৃণমূল। আর্টিস্ট দাদা দিদিরা জর্জ ফ্লয়েড মারা গেলে কথা বলে, কোন গ্রামের কোন চাষা মরলো, তাতে কার কি।'
অনেকেই♋ তাঁর পোস্টে মতামত জানিয়েছেন। কেউ তাঁকে সমর্থন করেছেন, কেউ বা বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আসলে সবাই এখন ভাতাজীবী, কেউ কেউ বুদ্ধিজীবী।' আরেক ব্যক্তি লেখেন, 'আসলে দাদা এখন🎉 রাজ্যের মানুষের জীবনের কোনও মূল্য নেই। সবটাই মানুষ মারার খেলা।'
আরও পড়ুন: 'জনসংযোগ হারাচ্ছে বাংলা ছবি', কেন এমনটা মনে করেন ‘আজকের সাজাহান’-এর সুব্রত ওরফে 𝓡ঋদ্ধি
আরও পড়ুন: ঠাকুমার জন্মদিনে খোলা চিঠি আদরের 'নাড়ু'র, চিত্রা সেনকে নিয়ে কী লিখলে🎀ন ঋদ্ধি
অন্যদিকে প্রায় একই সুর ঋদ্ধির লেখাতেও। তিনি এদিন ভোটে যে কাণ্ড ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে লেখেন, 'পড়ে থাক গণতন্ত্রে♚র লাশ, পচুক , গন্ধ বেরোক , সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো , দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়ে নিই, আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায়, আমাদের ভাগাড়ের মাংস'।
এখানেও তা🌃ঁর পোস্টে নানা রকমের মন্ত🔯ব্য এসেছে, কেউ বা তাঁকে সমর্থন করেছেন, কেউ কেউ তাঁর বিরুদ্ধে গলার সুর চড়িয়েছেন।