🍬 সম্প্রতি জানা যায় একটি স্প্যানিশ রিয়েলিটি শোতে সেখানকার অন্যতম জনপ্রিয় তারকা মন্তোয়ার প্রেমিক অনিতা উইলিয়ামস অন ক্যামেরা অন্য এক পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। যদিও যাঁরা এই শো দেখেন তাঁরা জানিয়েছেন আগে অভিনেতাই ঠকিয়েছেন প্রেমিকাকে। তারপর সেই মেয়েটি অন্য কারও ঘনিষ্ঠ হয়েছেন।
আরও পড়ুন: 🐈শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত পরিচালকদের, ফেডারেশনের সভাপতি স্বরূপ বলছেন, ‘এটা পরিকল্পিত ষড়যন্ত্র’
কী ঘটেছে?
⛎যে রিয়েলিটি শো নিয়ে এত চর্চা সেটার নাম লা ইসলা দে লাস টেন্টাসিওনেস। আর এই শোয়ের সাম্প্রতিকতম পর্ব দেখে নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না দর্শকরা। কী দেখা গিয়েছে? এই শোয়ের অন্যতম প্রতিযোগী এক ব্যক্তির সঙ্গে অন স্ক্রিন যৌনতায় লিপ্ত হয়েছেন। তাঁর প্রেমিক তথা স্প্যানিশ তারকা মন্তোয়াও এই শোয়ের অংশ। প্রেমিকার এই কাণ্ড দেখে স্বাভাবিক ভাবেই ক্ষিপ্ত হয়েছেন তিনি। যদিও দর্শকরা কিন্তু রীতিমতো আড়াআড়ি ভাবে ভেঙে গিয়েছেন প্রতিক্রিয়া জানাতে গিয়ে।
🃏এদিন এই ঘটনার ক্লিপ পোস্ট করেন এক ব্যক্তি। এক্স এর এই পোস্টে তিনি লেখেন, 'এটাই সিনেমা মন্তোয়া। দ্য টেনশন। স্প্যানিশ বলতে জানতে হবে না ব্যাপারটা বোঝার জন্য। এটা উন্মাদের মতো কাজ।'
✨কী দেখা গিয়েছে সেই ক্লিপে? মন্তোয়া সেই ঘরের লাইভ ভিডিয়ো দেখছেন এই শোয়ের সঞ্চালক সান্ড্রা বার্নেডার সঙ্গে যেখানে তাঁর প্রেমিকা অনিতা উইলিয়ামস আছেন টেম্পটেশন আইল্যান্ডে। সেখানে অনিতা একা নেই। তাঁর সঙ্গে আছেন আরও এক প্রতিযোগী। অনিতা তাঁকে চুমু খাচ্ছেন। এরপরই তাঁদের বিছানায় ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এটা দেখেই মন্তোয়া পাগলের মতো সেই ঘরের দিকে ছুটে যেতে চান কিন্তু সঞ্চালক তাঁকে আটকান। বলেন, 'মন্তোয়া, প্লিজ।' আর ব্যাস অমনি এই ভিডিয়ো হুহু করে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তৈরি হয়েছে একাধিক মিম।
𝐆প্রসঙ্গত প্রেমিকার এই রূপ, এই ভিডিয়ো দেখে উন্মাদের মতো নিজের জামাকাপড় ছিঁড়ে, চিৎকার করতে থাকেন মন্তোয়া। শেষ পর্যন্ত ভেঙে পড়ে সমুদ্রের পাড়ে বসে পড়েন। এরপর তাঁকে তাঁর প্রেমিকার মুখোমুখি হওয়ার জন্য যেতে দেখা যায়। সঙ্গে যান শোয়ের সঞ্চালকও।
ꦡপ্রসঙ্গত এটা কিন্তু এই শোয়ের অংশ, সবার ঘরেই ক্যামেরা লাগানো আছে। কিন্তু অনিতা হয়তো বোঝেননি সেই ভিডিয়ো তাঁর প্রেমিক মন্তোয়া দেখে ফেলবেন।
কী বলছে নেটপাড়া?
𓆏একাধিক দর্শকরা জানিয়েছেন অনিতার দোষ নেই। বরং মন্তোয়া আগে তাঁর প্রেমিকাকে ঠকিয়েছেন। তিনি তাঁর কোলে বসিয়ে অন্য এক প্রতিযোগীর সঙ্গে আগে নেচেছেন। যদিও কারও মতে কাউকে কোলে বসিয়ে নাচ করা আর অন ক্যামেরা এভাবে ঘনিষ্ঠ হওয়া এক নয়।