বক্সঅফিসে রীতিমতো চমক দেখাচ্ছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। শনিবার রাতের মধ্যেই🎐 ছবিটি পেরিয়ে গিয়েছে ৩০০ মিলিয়ন ডলারের অঙ্ক। আমেরিকার সময়ে রবিবার রাতের মধ্যে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করে ফেলতে পারে এই ছবি। তেমনই আশা দেখছেন চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞরা।
সিনেমার ইতিহাসে এর আগে পর্যন্ত মাত্র পাঁচটি ছবিই ৩০০ মিলিয়🙈ন ডলারের সীমা পেরতে পেরেছিল। সেই তালিকায় ছয় নম্বর হিসাবে ঢুকে পড়ল স্পাইডির নতুন সিনেমা। কিন্তু তার চেয়েও বড় কথা, অতিমারি শুরুর পর থেকে এই প্রথম ꦐবার কোনও ছবি এত বিশাল অঙ্কের ব্যবসা করল।
আমেরিকার সংবাদমাধ্যম ‘ডেডলাইনꦚ’-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে ৩০২.৯ মিলিয়ন ডলারের অঙ্কে 🔯পৌঁছে গিয়েছিল এই ছবিটি। ভারতীয় টাকার হিসাবে তা প্রায় ২২৯৫ কোটিরও বেশি।
নিজের ছবির সাফল্যে ওপ্রধান অভিনেতা টম হল্যান্ড রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো প্রকাশ করে সেই কথা জানিয়েছেন🧸 তিনি। তাঁর এই ভিডিয়োর নীচে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেতা ডোয়েন জনসন। হলিউডের একের পর এক তারকার শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে টমের পোস্টটি।
তবে এখানেই শেষ নয়। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই ছবি খুব তা🐷ড়াতাড়ি থামবে না। কারণ এꦯখনও পৃথিবীর বহু জায়গাতেই এই ছবি মুক্তি বাকি রয়েছে। তার মধ্যে অনেকগুলিতেই এই মার্ভেল সুপারহিরোর চরিত্রটি রীতিমতো জনপ্রিয়। এর মধ্যে রয়েছে জাপানও। সে সব জায়গায় জানুয়ারি মাসে ‘নো ওয়ে হোম’ মুক্তি পাওয়ার কথা। তখন এই ছবির বাণিজ্যের অঙ্ক আরও বাড়বে বলেই অনেকের বিশ্বাস। সেক্ষেত্রে ১ বিলিয়ন ডলারের অঙ্কও পেরিয়ে যেতে পারে এই ছবি— এমনই আশা রাখছেন অনেকে।