শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমে চর্চার শেষ নেই। আসলে তিন নম্বর বিয়েটাও টিকল না অভিনেত্রীর, বছর ঘুরতে না ঘুরতেই রোশনের থেকে আলাদা হয়েছে শ্রাবন্তী- চলছে ডিভোর্সের মামলা। সেই নিয়ে কানাঘুষোর শেষ নেই। অন্যদিকে ব্যবসায়ী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেম সম্পর্ক নিয়েও ফিসফিসানি জারি রয়েছে।এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তীর এক পুরোনো ভিডিয়ো, যেখানে ছেলের প্রেম নিয়ে কথা বলতে শোনা গিয়েছে নায়িকাকে। একথা তো কারুরই অজানা নয় শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্যু (ঝিনুক) চুটিয়ে প্রেম করছে মডেল দামিনী ঘোষের সঙ্গে। শ্রাবন্তীর সঙ্গে মাখোমাখো সম্পর্ক দামিনীর। হবু বউমার সঙ্গে প্রায়শই সময় কাটাতে দেখা যায় শ্রাবন্তীকে, মাস কয়েক আগে ছেলে, তাঁর প্রেমিকার সঙ্গে মলদ্বীপও ঘুরে এসেছেন শ্রাবন্তী। শোনা যায় সেই ট্রিপে নাকি সঙ্গে ছিল অভিরূপও! এর মাঝেই ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিয়োয় দিদি নম্বর ১-এর মঞ্চে পাওয়া গেল শ্রাবন্তীকে।সোহমের সঙ্গে ‘পিয়া রে’ ছবির প্রচারে জি বাংলার এই জনপ্রিয় গেম শো'তে হাজির হয়েছিলেন নায়িকা। সেখানেই রচনা সরাসরি শ্রাবন্তীর কাছে প্রশ্ন রাখে তাঁর ছেলেকে নিয়ে। হাসিমুখি অভিনেত্রীর জবাব, ‘ওর আমার বয়সের পার্থক্য খুব কম, মাত্র ১৬-১৭ বছর। এখনও ও আমার অভিভাবক হয়ে গেছে’। রচনা পালটা বলেন, ‘এখন তো ছেলের প্রেম করার বয়স’। নায়িকা হাসতে হাসতে বলেন, ‘একদম… প্রচুর আসছে যাচ্ছে। আমি তো ওর সব বান্ধবীদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে আমি একদম বন্ধু। সবাইকে নিয়ে খেতেও যাই’। ভবিষ্যতে কেমন শাশুড়ি হবেন এই টলি সুন্দুরী সেই কথাও জানতে চান রচনা। শুনেই অভিনেত্রীর অকপট জবাব, 'একদম মাই ডিয়ার, একদম বিন্দাস'। শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। দামিনী-অভিমন্যুর বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গেও দারুণ বন্ডিং শ্রাবন্তীর। ২০২১ সালের ১লা জানুয়ারি দামিনীর সঙ্গে সম্পর্কে শিলমোহর দিয়েছেন শ্রাবন্তী পুত্র। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঘনিষ্ঠ ছবি পোস্ট করতে দেখা যায় দুজনকে। দিন কয়েক আগেই প্রযোজক রানা সরকার জানিয়েছেন, শ্রীজাতর আসন্ন ছবি ‘মানবজমিন’-এ সহকারী পরিচালকের ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী-পুত্রকে। অভিনেত্রীও জানিয়েছেন, ছেলের ক্যামেরার পিছনের কাজের প্রতিই বেশি আগ্রহ রয়েছে।