এদিন নিজেদের ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে ঠাকুরপুকুর কাণ্ড নꦜিয়ে কথা বললেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেলেবদ🍰ের পাঠ পড়ালেন কীভাবে নিরাপদে নৈশ জীবন উপভোগ করতে হয়।
আরও পড়ুন: 'দাদাভাই আমার দাদাভাই' বলে ডাক! বিশেষভাবে সক্ষম ভক্তকে জড়িয়🌄ে স্নেহ শিলাজিতের, কী কী উপহ༒ার পেলেন?
কী জানালেন কাঞ্চন এবং শ্রীময়ী?
এদিন শ্রীময়ী মল্লিক তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে তাঁকে বলতে শোনা যায় বিয়ের বছর ঘুরে যাওয়ার পর, মা ༺বাবা হয়ে যাওয়ার পর মধ্যরাতে তাঁরা অর্থাৎ তিনি এবং কাঞ্চন প্রেম করতে বেড়িয়েছেন। অভিনেত্রী বলেন, 'এত রাত্রি বেলা ভিডিয়ো করছি, বাইরে আছি। লং ড্রাইভে এসেছি, না না আমি গাড়ি চালাচ্ছি না। আমার বর কাঞ্চনও গাড়ি চালাতে জানে না। আমি গাড়ি চালাতে জানলেও আমরা কেউ গাড়ি চালাচ্ছি না। আমার চালকও মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন না। আমরা ড্রিংক করি। আমরা চা পান করি। অনেকদিন পর, বিয়ের এক বছর হয়ে গেছে, বন্ধুত্বের ১৪ বছর হয়েဣ গেছে, মা হয়ে গেছি তারপরে আমরা প্রেম করতে বেড়িয়েছি রাত্রিবেলা। এভাবেও নৈশ জীবন উদযাপন করা যায়।'
পাশ থেকে কাঞ্চন বলে ওঠেন, 'চা খেতে বেড়িয়েছি। চা, চা, চা। রাত্রিবেলা চা খেতে বেড়িয়েছি। চালকের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে।' শ্রীময়ী বরের কথার রেশ ধরে বলেন, 'আনন্দ কীভাবে উদযাপন করবেন সেটা নিজের উপর নির্ভর করে। সিস্টেমটা মানুষকে নিজেকে তৈর🌳ি করতে হয়, ইচ্ছেটা নিজের থাকে। আমার তো ভালো লাগে বৃষ্টি ভেজা রাত্তিরে লং ড্রাইভে যাওয়া, কোনও ধাবায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাওয়া, সুন্দর শুনতে শুনতে প্রকৃতি দেখতে দেখতে খুব উপভোগ করেছি। চালকের সঙ্গে গল্প করতে করতে যাই। আমাদের জীবনের উদযাপনগুলো কখনই মাদক খেয়ে নয়।'
কথার শেষে সেলেবদের যেন কিছুটা পাঠ পড়িয়ে তিনি বলেন, 'আর অনধিকার চর্চা করেই বলছি আপনার জীবন যেমন দামী, অন্🐬যের 💫জীবনও দামী। আমরা কে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সেটার বাইরে গিয়ে আমরা সবাই মানুষ। শুনবেন, শুনবেন না সেটা আপনাদের ব্যাপার। মদ খেয়ে গাড়ি চালানোটা আমার মনে হয় না কারও উচিত। অন্যের ক্ষতি করে লাভ নেই।'
আরও পড়ুন: চিনে পোকামাকড় খেয়েছেন ইউনু🌱স, দাবি তসলিমার! 'ফতোয়া জারি করবে না?' প্রশ্ন করলেন জিহাদিদের
প্রসঙ্গত গত রবিবার স🌸াতসকালে ঠাকুরপুকুর বাজারের মধ্যে গাড়ি ঢꦬুকিয়ে কয়েকজনকে পিষে দেন পরিচালক ভিক্টো। সঙ্গে একই গাড়িতে ছিলেন ঋ, শ্রিয়া, প্রমুখ।