‘বেতন-বোনাস’ বিতর্কে স্বামী কাঞ্চন মল্লিকের হয়ে ব্যাট ধরলেন শ্রীময়ী। রবিবার কোন্নগরের ধর্না মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে নেটপাড়ায় ‘ভিলেন’ কাঞ্চন মল্লিক। টলিউড বিরক্ত কাঞ্চনের উপর। সোমবার দিনভর কটাক্ষের শিকার হয়েছেন তৃণমূল বিধায়ক। বাদ পড়েছেন সুজনের নাটক থেকেও। কিন্তু নিজের ‘ভুল’ মন্তব্যে অনড় কাঞ্চন মল্লিক। আরও পড়ুন-‘অলবিদা মাগন..’, কাঞ্চনকে নাটক থেকে বাদ দিলেন সুজন নীল! তৃণ﷽মূল বিধায়কের মন্তব্যে চটেছে টলিউড
‘কচি বউ’ শ্রীময়ী শুধু বরের জন্য সরব হলেন না, বরং এক সিনিয়র অভিনেত্রীকে কড়া জবাবও দিলেন। এদিন ফেসবুকে শ্রীময়ী লেখেন, ‘আমি কখনই কারোর ব্যক্তিগত স্তরে গিয়ে,কাউকে ব্যক্তিগত আক্রমন করি না। আজ বাধ্য হয়ে লিখলাম…. আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত,কিছু মানুষের কাজই ছিল বা আছে,,সমাজমাধ্যমে তাদের মতামত দেওয়া অযাচিত ভাবে॥॥॥তারা সমাজমাধ্যমে টাইপ করতেই বসে আছেন,সুযোগ পেলেই লেখা শুরু,,কারো𓆉র বেডরুম নিয়ে কথা বলার আগে,নিজের বেডরুমের দরজার ফুটোটা দেখা উচিত।’
এরপর শ্রীময়ী লেখেন, ‘একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায়, আমি তার উদ্দেশ্যে বলবো যে সে তো তাও সেই মানুষগুলো তো তাও বিয়ে করার জন্য জন্মেছে , আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দল বদল করেছে, একটা সময় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয🎀়া-দাওয়া, আড্ডা , দামী দামী গিফট নেওয়া,ঘুরতে যাওয়া …প্রেম প্রেম খেলা করা সবই করেছেন শুধু বিয়েটা না করে অবৈধ প্রেম গুলো চালিয়ে গেছে। সেই সময় তো এত সমাজ মাধ্যম ছিল না এবং এবং যে বন্ধুগুলো সাক্ষী ছিল সেই বন্ধুগুলো সমাজমাধ্যমে এত ভাল করে গুছিয়ে লিখতে পারত না তাই জন্য তাদের নিজেদের সৌভাগ্যবান ভাবা উচিত। আগে নিজের মেরুদন্ড সোজা রাখুক,তারপর অন্যের মেরুদন্ড দেখবে’।
কারুর নাম করেননি শ্রীময়ী। তবে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রের উদ্দেশেই তাঁর এই বার্তা তা বুঝতে অসুবিধা হয়নি নেটপাড়ার। সোমবার ফেসবুকে কাঞ্চনা ♚কারুর নাম না করেই লিখেছিলেন, ‘কিছু মানুষ রগড় করার জন্য জন্মায়… আর বিয়ে’। কাঞ্চনার সেই পোস্টে অভিনেত্রী রূপা ভট্টাচার্য লেখেন, ‘তোর নামটা এখন কেউ একটু ভুল উচ্চারণ করলেই বিপদ’। পালটা কাঞ্চনা লেখেন, ‘কিন্তু একটা স্ট্রং না আছে’।
আরও পড়ুন-কাঞ্চন তো ভুল কিছু বলেনি, আজ 🐭য꧅াঁরা চেঁচাচ্ছেন, তাঁরাই কিন্তু মুখ্যমন্ত্রী যখন…: শ্রীময়ী
রবিবার আন্দোলনকারী চিকিৎসদের উদ্দেশ্যে কাঞ্চন বলেন, ‘যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো? নাকি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো?’ এ🌟ই মন্তব্যের জেরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
এদিন হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী শ্রীময়ী বলেন, ‘এমন অনেকেই আছেন, যাঁরা আজ চেঁচাচ্ছেন, তাঁরাই যখন মুখ্যমন্ত্রী টেলি অ্যাকেডেমি অ্যাওয়ার্ড দিচ্ছেন, তখন সেটা পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে থাকেন। আবার তাঁরাই আজ বলছেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। বুঝতে পারিনা তাঁরা কাকে সাপোর্ট করেন! তাঁরা কি তবে তরম💙ুজের মতো, বাইরে এক, কাটলে আরেক!’