বর্তমান সময়ের টলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সদ্যই তাঁদের সংসার বড় হয়েছে। দীপাবলির সময় কন্যা সন্তান ভূমিষ্ট হয়েছে তারকা দম্পতির। এখন মেয়েকে নিয়েই দিন কাটছে তাঁদের। কিন্তু ওতৃতীয় স্ত্রী এত তাড়াতাড়ি মা হন চা𝓡ননি কাঞ্চন? কী জানালেন শ্রীময়ী?
মেয়ের জন্ম নিয়ে কী বললেন শ্রীময়ী?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ জানান, দোল পূর্ণিমার সময়ই জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। আর রাসপূর্ণিমায় তাঁদের সঙ্গে রয়েছ🉐ে তাঁদের একরত্তি সন্তান কৃষভি। যদিও এখনও আনন্দ আঁতুড় না ওঠায় ঠাকুরের কোনও কাজ করতে পারছেন না অভিনেত্রী। তবুও বাড়িতে রাসের পুজো কিন্তু বাদ যায়নি। আর সেই আবহেই শ্রীময়ী জানান কাঞ্চন চাননি তিনি এত অল্প বয়সে মা হন।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'কাঞ্চন আমায় বল🌱েছিল ২৭ বছরেই মা হবি? আর একটু সময় নে। কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি। সময় কাটিয়েছি, বাড়িতে একা থেকেছি যে আমি সময় নষ্ট করতে চাইনি। চেয়েছিলাম যাতে এবার তিন জন একসঙ্গে সময় কাটাতে পারি।' ফলে স্বামী বারণ করলেও, মা হওয়ার সিদ্ধান্ত যে শ্রীময়ী𒀰ই নিয়েছেন সেটা জানিয়ে দেন।
বর্তমানꦜে মেয়েকে নিয়ে রাত জাগতে হচ্ছে অভিনেত্রীর। যদিও তাতে নাকি কষ্ট নেই। তিনি কখনও ক্লান্ত হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকেন বাবা। ফলে ছোট্ট কৃষভিকে ♎ঘিরে যে মল্লিক বাড়ি এখন মাতোয়ারা সেটা বলাই যায়।
শ্রীময়ী এদিন আরও জানান যেহেতু মেয়েকে পুরো বাবার মতোই দেখতে হয়েছে, গায়ের রং গোলাপি। গালগুলܫি লাল লাল,ভিটাই কাঞ্চন তাকে টমেটো বলে ডাকে। কখনও আবার সোনা মাও বলে। যদিও কিং খানের জন্মদিন ২ নভেম্বর নয়, বরং কাঞ্চনের বাবার জন🦹্মদিনেই সন্তানের জন্ম হোক চেয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অর্থাৎ ১৭ নভেম্বর। কিন্তু কৃষভি অনেকটা বড়সড় হয়ে যায়, সেদিন দুপুরে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়।
আরও পড়ুন: সিনেমায় টাকা ঢাললেই ডাꦰবল! রেমোর নামে প্রতারণার মামলা হতেই ইউপি সরকারকে নোটিশ শীর্ষ আদালতের, কেন?
এই বিষয়ে বলে রাখা ভালো, চলতি বছরের 🙈১৪ ফেব্রুয়ারি আইনি ভাবে গাঁটছড়া বেঁধেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর ২ মার্চ সাম🌊াজিক বিয়ে করেন তাঁরা।