বিষ্ণোই গ্য়াং-এর নিশানায় রয়েছেন সলমন খান। বহুদিন ধরেই লরেন্স বিষ♋্ণোই গ্যাং-এর থেকে একের পর এক হুমকি পেয়ে আসছেন বলিউড সুপারস্টার। বেশ কয়েকমাস আগে তাঁর বাড়ি গ্য়ালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলিও চালিয়েছিলেন দুষ্কৃতীরা। আর অতি সম্প্রতি বাবা সিদ্দিকির খুনের ঘটনার পর আরও বেশি করে আতঙ্কিত সলমন। কারণ, খুনের দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং-এর তরফে দাবি করা হয়েছে সলমন ঘনিষ্ঠ হাওয়াটাও বাবা সিদ্দিকির মৃত্যুর অন্যতম কারণ। এমনকি সলমনের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে বলেও হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই এর দল।
এদিকে ভাইজান যখন বিষ্ণোই সম্প্রদায়ের রোষের মুখে, ঠিক তখনই সো🥀শ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের বিশেষ ছবি। যেখানে কিং খান শাহরুখকে সংবর্ধনা দিতে𒈔 দেখা যাচ্ছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়কে।
ছবিটা ২০১৭ সালের, যখন অনুষ্কা শর্মার সঙ্গে রাজস্থানে 'হ্যারি মেট সেজল'-এ𝔍র শ্যুটিং করেছিলেন 🦩শাহরুখ। তখন কিং খানকে সংবর্ধনা দিয়েছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখের কপালে তিলক পরিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হচ্ছে। একই সঙ্গে শাহরুখকে দেওয়া একটা শংসাপত্রও দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজনের শাহরুখকে সংবর্ধনার ছবি উঠে আসতেই নেটিজেনরা নানান মন্তব্য করতে শুরু করেন। বিশেষত সলমন অনুরাগীরা বাদশার এমন ছবি দেখে বেজায় চটেছেন। একজন লেখেন, ‘এর মানে তিনি সরাসরি বাবার মৃত্যুর সাথে জড়িত।’ আরেকজন যোগ করেছেন, ‘সলমনই ছিলেন যিনি তাঁর ক্যারিয়ার বাঁচিয়েছিলেন। যখন শাহরুখের ছেলে জেলে গিয়েছিল, তখন সলমনই প্রথম ব্যক্তি ছিলেন যিনি তাঁকে দেখতে গিয়েছিলেন। আবার সলমনই প্রথম ব্যক্তি যিনি ওঁকে চড় মেরেছিলেন, সেই সলমনই শাহরুখকে তাঁর জায়গায় বসিয়♔েছিলেন।’
এখানেই শেষ নয়, আরও একজন লেখেন, ‘এবার বোঝা যাচ্ছে, শাহরুখ কেন বাবা সিদ্দিকের শেষকৃত্যে যাননি। এমনকি সলমনকে হুমকি ঘটনাতেও তিনি চুপ। আসলে শাহরুখ বিষ্ণোই সম্প্রদায়কে চটা꧟তে চাননি। অথচ সলম🔜ন কিন্তু কোনও কিছুকে ভয় না পেয়ে বিপদে সকলের পাশে দাঁড়ান।’ কেউ কেউ আবার বাদশকে 'স্বার্থপর' বলতেও ছাড়েননি । যদিও আবার এধরনের মন্তব্যের পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে শাহরুখ অনুরাগীরা।
যদিও টাইমস নাউ-💜এর প্রতিবেদ💮ন সূত্রে জানা যাচ্ছে, শাহরুখ রাজনীতি, কোনও দুষ্কৃতী গ্যাঙের সঙ্গে বচসায় জড়াতে চান না।