গত বছর (২০২৩) ডিসেম্বরের ঘটনা, কয়েকশো গ্রামবাসীর প্রাণ বাঁচাতে গিয়ে শহিদ হন ৩৩ বছর বয়সী স্কোয়াড্রন লিডার অভিমন্যু রাই। সেই শহিদ অভিমন্যুর বাবা-মায়ের ইচ্🍸ছা পূরণ করলেন খোদ কিং খান শাহরুখ।
শাহরুখের কেরিয়ারের শুরু হয়েছিল ১৯৮৮ সালে 'ফৌজি' সিরিয়ালের হাত ধরে। আর সেই সিরিয়ালে শাহরুখের চরিত্রের নাম ছিল 'অভিমন্যু রাই'। একসময় শাহরুখের সেই সিরিয়াল দেখেই স্কোয়াড্রন ꦅলিডার অভিমন্যু রাই-এর বাবা-মা ছেলের নাম রেখেছিলেন অভিমন্যু। তবে তাঁদের সেই ছেলেই শহিদ হয়েছেন। সন্তান হারা🦂নোর থেকে বড় দুঃখ বাবা-মায়ের থেকে আর কী হতে পারে!
প্রসঙ্গত, অভিমন্যু রাই-এর বাবা অমিতাভ রাই নিজেও একজন এয়ারফোর্স আধিকারিক ছিলেন। আর তাঁর মায়ের নাম চিত্রলেখা রাই। আর তাই কিং খান শাহরুখের সঙ্গে দেখা করে সেই গল্পই করতে চেয়েছিলেন অভিমন্যু রাই-এর বাবা-মা। যে ছেলে চিরকালের মতো তাঁদের ছেড়ে গিয়েছেন।𓄧
তবে শাহরুখের সঙ্গে সাধারণ নাগরিকের পৌঁছনো অত সহজ নয়। অভিমন্যু রাই-এর বাবা অমিতাভ রাই শাহরুখকে একটা মেস🎶জও পꦯাঠিয়েছিলেন। যেখানে বলেছিলেন, তিনি ছেলের নামে একটা সংগঠন খুলতে চান। তবে সেই মেসেজ শাহরুখের কাছে পৌঁছোয় নি। আর তাই সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন অভিমন্যু রাই-এর বাবা-মা। 'টিম সাথ' নামে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটি ট্রোলিং-এর বিরুদ্ধে কাজ করে। তারই হাত ধরে নিজেদের ইচ্ছা জানান অমিতাভ-চিত্রলেখা রাই। শাহরুখকে ট্যাগ করে টুইট করা হয়। শাহরুখের ফ্যানক্লাব SRK ইউনিভার্স-ও অভিমন্যু রাই-এর বাবা-মায়ের পাশে দাঁড়ায়।