ছবি: স্ত্রী ২
পরিচালক: অমর কৌশিক
অভিনয়ে: শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা
রেটিং: ৪.৩/৫
কলকাতার আরজি কর হাসপাতালের মৃতার ন্যায় বিচারের জন্য সরব গোটা রাজ্য, দেশ। কিন্তু কোন পথে বিচার পাওয়া সম্ভব সেই পথ হাতড়ে বেড়াচ্ছেন সকলেই। আর নিজের অজান্তেই সেই পথই যেন অমর কৌশিক তাঁর এই নতুন ছবির মাধ্যমে দেখিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন বিচার কীভাবে ছিনিয়ে দিতে হয়। সামাজিক বার্তার সঙ্গে দিলেন ভরপুর 🐓হাসির উপাদান। পাওয়ালেন ভয়ও। কেমন হল স্ত্রী ২?
আরও পড়ুন: 'বিচার কী আদৌ পাওয়া যাবে?' যাদবপুর-আর💎জি কর নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেই 'নিয়ম' ভাঙলেন অনুপম! কীভাবে?
স্ত্রী ২ এর গল্প
চান্দেরিতে আবার বিপদ হাজির। না, তবে এবার আর ছেলেদের বিপদ নয়। মেয়েদের। অজানা কিছু একটা মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। মূলত আধুনিকা মেয়েদের। তেমন ভাবেই বিট্✃টুর প্রেমিকাকে টেনে নিয়ে যায় সেটা এক রাতে। খুঁজতে গিয়ে জানা যায় মুন্ডুবিহীন কিছু একটা তাঁকে নিয়ে গেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে সেটা বিশ্বাস করতে শুরু করে সকলে। একই সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর কাছে একটি চিঠি আসে এই মুন্ডুবিহীন জিনিসটার ব্যাপারে। ফিরে আসে শ্রদ্ধাও। তারপর ꦑকী করে এই সমস্যা থেকে তারা বেরোয়, শ্রদ্ধা আসলে কে সেটাও জানা যায় গল্প থেকে। অক্ষয় কুমার এবং বরুণ ধাওয়ানকে দেখা যায় ক্যামিওর চরিত্রে।
কেমন লাগল স্ত্রী ২?
শ্রদ্ধার থেকেও এই ছবিতে নজর কাড়লেন রাজকুমার রাও। তাঁর সরলতা, তাঁর অভিনয় সবটাই মন ছুঁয়ে গেল। ওই যাকে বলে একেবারে খাপে খাপ। শ্রদ্ধাও মন্দ নন। তবে এই ছবির ইউএসপি হল এর স্ক্রিপ্ট। এতটুকু ঝিমিয়ে পড়তে দেয়নি কোথাও। কখনও ভয় পাইয়েছে। কখনও তুমুল হাসিয়েছে। কখনও আবার ভয় পাওয়াতে গিয়ে হাসিয়ে ফেলেছে। রাজকুমার, অপরশক্তি খুরানা, এবং পঙ্কজ ত্রিপাঠীর কমিক টাইমিং দুর্দান্ত। বলা যায় এই শেষ ♌দুজনের উপস্থিতি ছবিতে এক অন্য রকমের প্রাণ নিয়ে এসেছিল। ক্যামিও চরিত্রে বরুণ ধাওয়ান অক্ষয় কুমার ধরা দিলেও সেভাবে দাগ কাটতে পারলেন না। তাই তাঁদের জায়গাটা সো সো।
ছবির গান কিছু বেশ ভালো, কিছু অত ভালো লাগেনি। তবে স্ক্রিনপ্লে বা সাসপেন্স তৈরি করার যে বিষয়গুলো ছিল সেগুলো দারুণ ভাবে তুলে ধরা হয়েছিল। ফলে স্বাধীনতা দিবসের সময় ম🎉ুক্তি পাওয়া অন্যতম সেরা ছবি এটা যে সেটা নিশ্চিন্তে বলা 𓂃যায়। এবং একবার দল বেঁধে অবশ্যই দেখে আসা যায় এই ছবিটি।