আরজি করের হয়ে দফায় দফায় পথে নামছেন মানুষ। স্কুলের ছাত্র ছাত্রী থেকে কলেজ ছাত্র ছাত্রী, কেউই বাদ যাননি। এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পথে নামলেন নির্যাতিতার বিচার চেয়ে। প্রতিবাদ হিসেব⭕ে করলেন পথ নাটিকা।
আরও পড়ুন: হাজির ছিলℱ গোটা বলিউড,꧃ তবুও আম্বানিদের বিয়েতে কেন দেখা মিলল না কঙ্গনার?
কী দেখা গেল ভাইরাল ভিডিয়োতে?
এদিন রব🃏ীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা প্ল্যাকার্ড ♛হাতে, কেউ আবার এমনই পথে নেমে গানের সুরে সুরে প্রতিবাদ জানাচ্ছেন। কারও কারও মুখে আবার প্রতিবাদের প্রতীকী মেকআপ করা। বেলা চাও গানটির প্যারোডি গাইতে শোনা যায় তাঁদের।
এই প্যারোডি গানের লিরিক্সেও তাঁরা প্রতিবাদ এবং বিচারের ডাক দেন। বলেন, 'এ পাশে আসো, হাতটা ধরো/ এবারে চিৎকার করে বলো/ চাই চাই চাই শাস্তি চাই।' একই সঙ্গে তাঁরা বলেন দোষীদের শাস্তি না দিলে য🌳েন মুখ্যমন্ত্রী গদি থেকে সরে যান।
আরও পড়ুন: 'আর আমি শাহরুখ!' ফ্রড কলে জেরবারꩵ! ক💦েবিসি থেকে অমিতাভ ফোন করতেই ব্যক্তির উত্তর শুনে হেসে খুন নেটপাড়া
তাঁদের জমায়েত, পথ নাটিক🌌া দেখতে জড়ো হন সাধারণ মানুষও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই সেটা নিমেষে ভাইরাল হয়ে যায়। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'সবাইকে একসাথে রাস্তায় নামতে হবে, আমাদের লড়াইটা জিততে হবে, corrupted system-টাকে আমাদের ঠিক করতে হবে, না হলে আগামী প্রজন্মকে আমরা একটা সুস্থ সমাজ দিতে পারব না। আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে কিন্তু আগামী প্রজন্মকে যেন এই দিনগুলো দেখতে না হয়। সে চেষ্টাটা আমাদের করতেই হবে। লড়াইটা আরও বৃহত্তর হতে হবে সবাই। একসাথে আসুন। লড়াইটা আমাদের জিততেই হবে এইবার।' আরেক ব্যক্তি লেখেন, 'ছাত্রীরা একসাথে পথে নামুক। সব বিশ্ববিদ্যালয়ের, সব কলেজের, দরকার হলে স্কুলেরও। স্টুডেন্টরা যা পারে, আমরা তা পারব না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'প্রতিবাদ হতে হবে ১৪ আগস্ট রাতের মতো যাতে ভয় ধরিয়ে দেওয়ার মতো প্রতিবাদ, সব সাধারণ মানুষ একসাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কোনও দল নয়, এখানে কোনও দলের জায়গা নেই। এখানে শুধু তারাই আসুক যারা মন থেকে চাই নিষ্পাপ মেয়ে তার বিচার।'