‘কেদারা’র পর পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত হাজির ‘বিসমিল্লাহ’ নিয়ে। এই ছবিতে জুটি বেঁধেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘প্রেমের সুরে, সুরের প্ℱরেমে’ জড়া🎃নো এই ছবির মায়াবী ঝলক প্রকাশ্যে এল রথযাত্রার দিন। মাত্র ১ মিনিট ১৫ সেকেন্ড দীর্ঘ এই টিজারেই মুগ্ধ করলেন ঋদ্ধি-শুভশ্রীরা।
করোনা আবহের আগেই এই ছবির শ্যুটিং সেরেছিলেন ঋদ্ধি-শুভশ্রীরা। অবশেষে মুক্তির জন্য তৈরি এই ফিল্ম। বয়সে আট বছরের ছোট ঋদ্ধির সঙ্গে শুভশ্রীর রসায়ন টিজারেই নজর কাড়ল, যেন প্রেমলীলায় মগ্ন 'রাধাকৃ💃ষ্ণ'।
নামেই অনেকখানি আভাস মেলে এই ছবির কাহিনির। মুসলিম পরিবারের এক ছেলের গল্প বলবে বিসমিল্লাহ। যার জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র। আর ছবির নাম বিসমিল্লাহ যখন , তখন বুঝ🐼ে নিতে অসুবিধা হয় না সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। সেই ꦫসুরেই মিলে মিশে রয়েছে ফাতিমার প্রতি তাঁর ভালোবাসা। হ্যাঁ, ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ফাতিমা।
পরিচালক আগেই জানিয়েছেন, 'বিসমিল্লাহ-ফাতিমার প্রেম কিন্তু প্লেটনিক প্রেম। বয়সে বড় ফ🌃াতিমার বিয🍎়ে হবে অন্য কারুর সঙ্গে, তবে বিসমিল্লাহর ভালোবাসা কিন্তু বদলাবে না'। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে একটি বিশেষ ভূমিকাতে অভিনয়ও করছেন তিনি। ‘বিসমিল্লাহ’র কাহিনি ইন্দ্রদীপ দাশগুপ্তর নিজের। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যালাইডোস্কোপ।
ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও বিসমিল্লাহতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সুরꦰঙ্গনা বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী-সহ একঝাঁক শিল্পী। আগামী ১৯শে অগস্ট মুক্তি পাবে এই ছবি।