২১ ফেব্রুয়ারি ৪৯ বছরে পা রাখলেন রাজ চক্রবর্তী। একটু দেরিতেই বরকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী। একাধিক ছবির কোলাজ ভিডিয়ো বানিয়ে জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে রাখলেন অভিনেত্রী বরকে। ক্যাপশনে লিখলেন, ‘আমার স্নো ম্যান, সুপার ম্যান, স্পাইডার ম্যান, ব্যাট ম্যান, সর্বোপরি আমার জন্য সেরা ম্যান (পুরুষ)। সবকিছুর থেকে বেশি আমি তোমাকে 🧜ভালোবাসি। শুভ জন্মদিন @rajchoco।’
কখনও দেখা গেল জড়িয়ে আছেন রাজ আর শুভশ্রী একে-অপরকে। বিয়ে থেকে ইউভানের জন্ম, একসঙ্গে ট্যুর, সবই রয়েছে সেখানে। ব꧒েশ কিছু ছবিতে তাঁদের চুমু খেতেও দেখা গিয়েছে। অনেকের মনেই আশা ছিল, হয়তো রাজের জন্মদিনেই আসবে তাঁদের মেয়ে ইয়ালিনির ছবি। কিন্তু এই ভিডিয়োতে কোথাও ছিলেন নারাজ-কন্যা!
তবে ভক্তদের মনে একটু শান্তি দিতেই যেন এক বন্ধুর ইনস্টা পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করলেন শুভশ্রী। আর তাতেই মিলল সদ্যোজাতর এক ঝলক। এর আগে বাবলির নর্থ বেঙ্গল শ্যুট সেরে কলকাতায় ফিরেও এভাবে মেয়ের এক ঝলক দিয়েছিলেন সামাজিক মাধ্꧅যমে। শুধু দুবারই মুখ দেখাꦫননি।
আরও পড়ুন: ন♑ামের থেকে ‘কুমার’ মুছলেন দিব্যা, আনফলো করলেন টি সিরিজ𒈔কে, ভূষণকে ডিভোর্স?
ইউভানের জন্মের ক্ষেত্রে অবশ্য অন্য পথেই হেঁটেছিল রাজ-শুভশ্রী। কয়েক ঘণ্টা বয়সের ইউভানকেই এনেছিলেন প্রকাশ্যে। তবে মেয়ে🧸 তিন মাসের হতে চললেও, দেখা গেল না মুখ!
আরও পড়ুন: ভামিকার এমন ‘সৌভাগ্য’ হয়নি, জন্মের পরেই অকায়ের নামে ইনসꦇ্টাগ্রামে হাজার খানেক লোক
২০১৮ সালে শুভশ্রীকে বাওয়ালির রাজবাড়িতে বিয়ে করেন রাজ। যদিও এটা ছিল পরিচালকের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে শতাব্দী মিত্রের সঙ্গে বেঁধেছিলেন গাঁটছড়া। তবে ২০১১ সালে সেই বিয়ে ভেঙে যায়। শোনা যায়, কখনও পায়েল, কখনও মিমি তো কখনও শুভশ্রীর সঙ্গে রাজের প্রেমের গুঞ্জনই ছিল এই বিয়𝓀ে ভাঙার কারণ। তবে শতাব্দী বা রাজ, সেভাবে কেউই একে-অপরের বিরুদ্ধে মুখ খোলেননি।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয়েছিল ইউভানের। আর ছেলের বয়স তিন হতে না হতেই, ෴২০২৩ সালের নভেম্বরে দম্পতির♊ কোল আলো করে এল ইয়ালিনি।
আরও পড়ুন: ‘ꩲহাত মেলাল ভারত-পাকিস্তান’! সানা জাভেদকে দেখে ‘সানিয়া’ বলে কটাক্ষ PSL-এর মাঠে
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার-এর মাধ্যমে অভিনয়ে পা রেখেছিলেন রাজ। রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে এই ছবি হয়েছিল সুপার ডুপার হিট। এরপর প্রেম আমার, বোঝে না সে বোঝে না, প্রলয়, পারবো না আমি ছাড়তে তোকে, চ্যাম্প, পরিণীতা, ধর্মযুদ্ধর মতো একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। আপাতত ব্যস্ত রয়েছেন বাবলি নিয়ে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছ💟েন আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।