দিনকয়েক আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানের পর কোল আলো করে এসেছে মেয়ে ইয়ালিনি। রাজ-শুভশ্রী মেয়ের নাম 🐟সকলকে জানালেও, এবারে এখনও 💙মুখ দেখাননি। কার মতো দেখতে হয়েছে খুদে, তা নিয়ে হাজারও জল্পনা নেটপাড়ায়। মেয়ের ছবি শেয়ার না করলেও, দিনের টুকটাক রোজনামচা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন না অভিনেত্রী।
ইউভানের জন্মের পর বাড়তি ওজন নিয়ে হয়েছিল অনেক ধরনের ট্রোল। তবে দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম থেকেই শরীরচর্চা করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী, ৯ মাসে এসেও গিয়েছেন যোগা ক্লাসে নিজেকে ফিট রাখতে। এছাড়া ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া, বাড়িতে খেলাধুলা করা থেকে সব কাজই কর💜েছেন। সঙ্গে শ্যুটিং তো ছিলই। ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে বসেছিলেন তিনি এই নিয়ে দ্বিতীয়বার। এছাড়া করেছেন কিছু কমার্শিয়ালের শ্যুট। এমনকী, নিজের প্রথম প্রযোজনা আবার প্রলয় সিরিজের প্রোমোশনেও রাখেননি কোনও খামতি।
দ্বিতীয়বার ডেলিভারির ১৩ দিন পর থেকেই কি ওজন কমানোর ডায়েট করছেন নাকি? অন্তত ব্রেকফাস্টে নজর দিলে তো সেরকমই ধারনা করা যায়। সকাল সকাল রাজ ঘরনীর হাতে চিয়া সিড পুডিং। সুপারফুড চিয়াসিড প্রোটিন, মিনারেলস-সহ নানা পুষ্টিগুনে ভরপুর। শুধু শুভশ্রী নন, আলিয়া, সামান্থার মতো তারকারাও চিয়া সিড পুডিংয়ে মজেছেন আজকাল। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল স্ট্রবেরির টপিংস দিয়ে খাচ্ছেন সুস্বা🐈দু চিয়া সিডস পুডিং।
ইয়ালিনির জন্মের পর এক সাক্ষাৎকারে রা⛄জকে বলতে শোনা যায়, ‘আমরা তো মেয়েই চেয়েছি, এর জন্য এক নাগাড়ে প্রার্থনাও করেছি। আমাদের বন্ধু,আত্মীয় সকলকে বলেছিলাম প্রার্থনা করতে যাতে মেয়ে হয়। এই আনন্দটা ঠিক বলে বুঝিয়ে উঠতে পারব না’
অন্য দিকে বড় দাদা ইউভান (বয়স যদিও সবে ৩) খুব উত্তেজিত নতুন খেলার সঙ্গী পেয়ে।🥂 রাজ জানিয়েছেন হাসপাতালে গিয়েই বোনকে দেখে সে কোলে তুলে নিয়েছে। আর জিজ্ঞেস করেছে, ‘আমার সঙ্গে খেলবি তো’? দুই সন্তানকে সঙ্গে নিয়ে আপাতত কাটছে শুবশ্রীর পুরোটা সময়।
গত কয়েক বছরে বেশ কিছু হিট প্রোজেক্টে দেখা গিয়েছে শুভশ্রীকে। অভিনেত্রী ওটিটি-র দুনিয়ায় পা রাখেন দেবালয় ভট্টাচার্যের হাত ধরে। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটি আসে হইচই-তে, আর বেশ হিটও হয়। খবর রয়েছে দেবালয়ের পরের প্রোজেক্টে🔯ও থাকছেন শুভশ্রী। যার আভাস তিনি নিজেই দিয়েছিলেন মাসখানেক আগে। স্ক্রিপ্ট হাতে দেবালয়ের একটা ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘কিছু একটা তৈরি হচ্ছে। রান্না হয়ে গেলেই পরিবেশন করব।’