বলিউডের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তথাকথিত হ্যান্ডসাম অভিনেতা না হলেও তাঁর অভিনয় দক্ষতা বারবার মুগ্ধ করেছে সমালোচকদের। তিনি হলেন ইরফান খান। সুজিত সরকারের স✨ঙ্গে ‘পিকু’ সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান, তৈরি হয়েছিল একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইরফানের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলিকে স্মরণ করতে গিয়ে অভিষেক বচ্চনের সঙ্গে ইরফ♌ানের তুলনা করলেন পরিচালক।
সম্প্রতি ইন্ডিয়া💖 টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার কথা বলতে গিয়ে সুজিত বলেন, ‘আমি যখন ‘আই ওয়ান্ট টু টক’- এর স্ক্রিপ্ট লিখছিলাম তখন আমি মনে মনে ইরফানকে কল্পনা করেছিলাম। আজ যদি ইরফান বেঁচে থাকত, তাহলে হয়তো ওঁকে নিয়েই সিনেমাটি তৈরি হতো। যদিও অভিষেকের মধ্যে আমি ইরফানের ঝলক দেখেছি।’
(আরও পড়ুন: 'কী ট্রেন্ডিং ব্যাপারটা🃏 সেটা নয়, কিন্তু আপনাকে কী মানাচ্ছে…', ফ্যাশন নিয়ে টিপস ম্রুনাল♏ের!)
(আরও পড়ুন: অভিনেতไারা সব 'মোটা পারিশ্রমিকের আতুপুতু করা পুতুলের মতো', হঠাৎ এমন কেন বললে🐭ন অভিষেক?)
সুজিত আরও বলেন, ‘আমি যখন অভিষেককে বলি, চিত্রনাট্য লেখার সময় আমার মনে ইরফানের প্রতিচ্ছবি ছিল, আজ সে নেই তাই অভিষেক সেই জায়গা নিয়েছে। এই কথা শুনে অভিষেক বিন্দুমাত্র রাগ করেনি বরং সেও🍷 এই কথায় সহমত পোষণ করেছিল। ইরফানের জায়গা যে কেউ নিতে পারে না, এই কথায় আমার সঙ্গে একমত অভিষেকও।’
অভিষেকের কাজের প্রশংসা করে সুজিত বলেন, ‘আমি অ🦂ভিষেকের অভিনয় দেখেছি। দুর্দান্ত কাজ করে ও। ওর মধ্যে আমি ইরফানের ঝলক দেখতে পেয়েছি। আপনি যদি একবার ছবিটা দেখেন, আপনিও বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি। অভিষেকের অভিনয় এক কথায় অবিশ্বাস্য।’
ইরফানের শূন্যতার কথা স্মরণ করে সুজিত বলেন, ‘আমি এখনও ইরফানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি। আমার মধ্যে অনেক অপরাধবোধ রয়েছে, যা কখনও কাটিয়ে উঠতে পারব না আমি। ওর সঙ্গে আরও অনেক সিনেমায় কাজ করার কথা ছিল আমার, যা শেষ পর্যন্ত হয়ে উঠল না। আমাদের 🍬পরবর্তী প্রোডাকশনে বাবিল(ইরফান খানের ছেলে) কাজ করছে♉। তবে ইরফানের প্রতিস্থাপন করা সত্যিই কষ্টকর একটা কাজ।’
(আরও পড়ুন: 'এখন সব রাত✱ তোমার...' গোলাপের আড়ালে সায়নদীপকে চুমু রূপসার! ভাইরাল ফুলসজ্জার ভিডিয়ো)
(আরও পড়ুন: লাল পাহাড়ি 🏅ত্যাগ করে ꧟তারাদের দেশে অরুণ চক্রবর্তী! ৮০ বছরে নিভল কবির জীবনদীপ)