সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় কখনই তাঁর ভাবনাকে স্পষ্ট ভাবে 𒐪ত🌃ুলে ধরতে পিছপা হন না। অন্যায়ের বিরোধিতা করেন যেমন, তেমনই ভুলটাকে ভুল বলে অকপটে চিহ্নিত করে দেন। কিন্তু এদিন তিনি টলিউড নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। কী জানালেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়?
টলিউড নিয়ে কী জানালেন সুজয় প্রসাদ?
সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় টলিউড🍌 নিয়ে মন্তব্য করেন। বাংলা বিনোদন জগতের কালো দিকের পর্দা সরিয়ে সেখানেই তিনি বলেন, 'বৈষম্যের পীঠস্থান এটা। এখানে এসব দেখানো হয়। কেউ জেনে আসে না। কিন্তু শিখে নেয়। লোকজন তীর্থস্থানে যায়, মন্দির দর্শন করতে যায় না? এখানে এলে বৈষম্যের দর্শন পাওয়া যায়।'
আরও পড়ুন : 'যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে সেটা যেন…' আরজি করের নারকীয় ঘটনায় মুখ খুললেন পরাণ, 📖গোটা ঘটনায় দুষলেন কাকে?
তিনি এদিন একই সঙ্গে বলেন, 'তুমি জুনিয়র আর্টিস্ট, তুমি সিনিয়র আর্টিস্ট, ত🤡ুমি এই, তুমি সেই... কেন ভাই? শিল্পী তো শিল্পীই হয়। এভাবে তকমা মেরে দেওয়া বন্ধ করুন।'
এই একই পডকাস্ট শোতে তিনি আরও জানান তিনি যখন কল🐻কাতার একটি নামকরা রেডিয়োতে কাজ করা শুরু করেন তখনও তাঁকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। জানান এখানে তাঁকে নিয়মিত ভয়ঙ্কর ভাবে বুলি করা হতো। আর সেটা নিছক মজা পর্যন্ত আটকে ছিল না। তাঁকে তাঁর শিক্ষা, বুদ্ধি, ইত্যাদি নিয়ে সমানে কটাক্ষ করা হতো বলেই জানান।
আরও পড়ুন : 'খুব মিস করি...' ৫৬ তম জন্মবার্ষিকীতে সুরে সুরেই বন্ধু কেকে-কে স্মরণ শিল্পার, গাইলেন কোন গান𝔉?
প্রসঙ্গত সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় টলিউডের এক👍জন খ্যাতনামা অভিনেতা। তাঁকে বেলাশুরু, বেলাশেষ🔥ে, ইত্যাদির মতো সিনেমায় দেখা গিয়েছে। এছাড়া তিনি একজন বাচিকশিল্পীও বটে ।