জ্যাকলিন ফার্নান্দেজ যতই এখন সুকেশ চন্দ্রশেখরের থেকে দূরে থাকতে চাইছেন, সমস্ত জটিলতা, সমস্যার থেকে দূরে থেকে নতুন করে কেরিয়ারে মন দিতে চাইছেন তখন সুকেশ যেন তাঁর পিছু ছাড়তে নারাজ। সম্প্রতি বেবি গার্লের জন্য আবারও একটি চিঠি লিখলেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে জেলে বসেই জ্যাকলিনের জন্য কী লিখলেন তিဣনি?
আরও পড়ুন: 'গত ২৫ বছরের লড়াই...' ভিকি-অনিল𓂃-বিজয়দের পিছনে ফেল⭕ে সেরা সহঅভিনেতার সম্মান পেয়ে আবেগে ভাসলেন টোটা
জ্যাকলিনের জন্য কী লিখলেন সুকেশ?
নারী দিবসে সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিন ফার্নান্দেজকে শক্তির প্রতীক এবং বিশ্বের সমস্ত নারীদের অনুপ্রেরণা 🐭বলে আখ্যা দিলেন। জেলে বসে লেখা চিঠিতে জ্যাকলিনের জন্য আর কী লিখলেন?
ইন্ডিয়া টুডের🦄 রিপোর্টে জানানো হয়েছে সুকেশ তাঁর লেখা চিঠিতে জ্যাকলিনকে ভরপুর শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি অভিꦑনেত্রীকে নিজের লাইফলাইন এবং বম্মা বলে ডেকেছেন। এই চিঠিতে তিনি অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেন। বাদ দেন না তাঁর নারীত্ব নিয়ে কথা বলতেও।
কিন্তু কী লিখেছেন তিনি? চিঠিতে সুকেশ জ্যাকলিনের জন্য লেখেন, 'আমার বেবি গার্ল, জ্যাকলিন, আমার লাইফলাইন, আমার🍰 বম্মা তোমাকে নারী দিবসের শুভেচ্ছা জানাই। এই পৃথিবীর সব থেকে সুন্দর মহিলা তুমিই। সৌন্দর্য মানে কেবল দেহে🐼র সৌন্দর্য নয়, তুমি মানুষ কেমন সেটাও জরুরি। এটা বছরের সেই বিশেষ দিন যেখানে আমরা আমাদের জীবনের সুপারহিরোদের গুনগান গাই।'
আরও পড়ুন: 'শেষ কথা কে বলবে...꧅' মেঘ-ময়ূরী-নীলের সফর শেষ, ইচ্ছে পুতুলের শেষদিনে কী লিখলেন মৈনাক-তিতিক্ষারা?
আরও পড়ুন: দ্বিতীয়দিনেই হুহু করে বাড়ল ব্যবসা, ১৮ কোটি আয় করে দুই দিনে ♉মোট কত ঘরে তুলল অজয়ের ‘শয়তান’?
তিনি এদিন আরও বলেন, 'সবাই বলে এটা পুরুষদের পৃথিবী। কিন্তু আমি বলব একজন পুরুষের আসল শক্তি হল তাঁর জীবনের নারী। আর সেই নারীকে ছাড়া একজন পুরুষের পৃথিবী অসম্পূ💧র্ণ। আমি আমার সব শক্তি পাই আমার সুন্দরী নারীর থেকে। আমার ভালবাসা ꧙জ্যাকলিন ফার্নান্দেজের থেকে।'
সুকেশ মাঝꦉেই মধ্যেই জ্যাকলিন ফার্নান্দেজের জন্য জেলে বসেই চিঠি লেখেন। সেই চিঠি, তার বয়ান প্রকাশ্যে আসে। একটি বিপুল পরিমাণ অর্থ তছরুপের কেসে নাম জড়িয়েছে সুকেশꩲ চন্দ্রশেখরের। সেখানে সাক্ষী হিসেবে বয়ান দিয়েছেন অভিনেত্রীও।