মন কষাকষি ভুলে সৎ ছেলে সানির গদর ২ দেখতে সম্প্রতি মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে হাজির হয়েছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্রর দ্বিতীয় পক্ষের স্ত্রী ‘ড্রিম গার্ল’। স্বামীর প্রথমপক্ষের ছেলেমেয়েদের সঙ্গে কোনওদিনই সুসম্পর্ক নেই হেমার। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিতেই চার সন্তানের পিত♍া ধর্মেন্দ্র বিয়ে করেছিলেন হেমাকে। সালটা ১💎৯৮০। যৌবনের দোরগোড়ায় দাঁড়ানো সানি বাবার দ্বিতীয় বিয়েকে সহজ ভাবে গ্রহণ করেত পারেননি। কিন্তু চার দশক পর গদর ২-এর হাত ধরে খানিকটা সহজ হল সানি-হেমার সম্পর্ক।
সানির ছেলে করণের বিয়ের অনুষ্ঠানেও সামিল হননি হেমা বা তাঁর কন্যারা। সেই নিয়েও কানাঘুষো শুরু হয়েছিল বলিউডে। কিন্তু গদর ২-র চিয়ারলিডার হিসাবে আগেই দেখা মিলেছিল হেমা-কন্যা এষা দেওলরে। ছবির স্পেশ্যাল স্ক্রিনিংও হোস্ট করেছিলেন সানির সৎ বোন। রবিবার রাতে গদর ২ দেখ মন্ত্রমুগ্ধ হেমা। সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি বলেন, ‘সানি অসাধারণ’। ‘গদর ২’-ভারত এবং পাকিস্তান দুই দেশকেই সঠিক বার্তা দিয়েছে বলে 𒁏মত হেমা মালিনীর। সৎ মায়ের কাছে প্রশংসা শুনে পালটা জবাব দিয়েছেন সানিও।
হেমার প্রশংসা শুনে সানির প্রতিক্রিয়া
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গদর ২ নিয়ে হেমার প্রতিক্রিয়ার ভিডিয়ো শেয়ার করেন সানি। জিꦏ স্টুডিও-র তরফেও হেমার ওই সাক্ষৎকার আপলোড করা হয়। ক্যাপশনে লেখা- হিন্দ♓ুস্তানের ড্রিম গার্লের মুখে হিন্দুস্তানের পুত্রের প্রসংশা। যা রি-শেয়ার করেন সানি দেওল। সানির এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
গদর ২ নিয়ে কী বলেছেন হেমা?
হল থেকে বেরিয়েই হেমা জানান, ‘গদর দেখে এলাম। খুব ভালো লাগল। যেমনটা আশা করেছিলাম, একদম তেমনই পর্দায় ফুটে উঠেছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। মনে হচ্ছিল সত্তর বা আশির দশকের ছবির কথা মনে করালেন পরিচালক অনিল শর্মা, খুব সুন্দর পরিচালনা। সুন্দরভাবে সেই জমানা উঠে এসেছে।’ সানিকে নিয়ে কী মন্তব্য তাঁর সৎ মায়ের? হেমার কথায়, ‘সানি অসাধারণ, অনিল শর্মার ছেলে উৎকর্ষও খুব ভালো কাজ করেছে। নতুন মেয়েটাকেও (সি🦄মরত কৌর) বেশ ভালো লাগ। ছবিটিতে দেশভক্তি ভরপুর রয়েছে, মুসলমান সম্প্রদায়ের প্রতি যে সৌভ্রাতৃত্ববোধ দেখানো হয়েছে তা প্রশংসনীয়, এক কথায় এই ছবিটা ভারত-পাকিস্তান দুই দেশকেই সঠিক বার্তা দিয়েছে’।
গদর ২-র ঐতিহাসিক সাফল্য
দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে গদর ২-র স্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে। রবিবার দেশের বক্স অফিসে ৪১ কোটি টাকার ব্যাবসা হাঁকিয়েছে এই ছবি। প্রথম সপ্তাহেই ২৮৪ কোটি টাকার ব্যবসা করেছিল গদর ২। দ্বিতীয় সপ্তাহেও সেই বিজয়রথ অব্যাহত। প্রথম দশ দিনে দেশের বক্স অফিসে এই ছবির আয় দাঁড়িয়েছে প্রায় ৩৭০ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের ধারণা বুধবারেই ৪০০ কোটির ক্লাবে নাম 🅷লেখাবে এই ছবি।