উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 🧜পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রী সানি লিওনের🐓 নাম-সহ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে কনস্টেবল (সিভিল পুলিশ) পদের জন্য ওই ব্যক্তির নাম নথিভুক্ত করা হয়েছে বলে মিডিয়া র﷽িপোর্টে দাবি করা হয়েছে।
অ্যাডমিট কার্ডে বরাদ্দ পরীক্ষা কেন্দ্রটি ছিল কনৌজের তিরওয়ার🀅 ౠশ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। গত ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে লাইভ হিন্দুস্তান জানিয়েছে। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত ঠিকানাটি মুম্বইয়ের।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ডুপ্লিকেট’ সারা আসলে কে? অ🐟বশেষে জানা গেল পরিচয়
কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, পরীক্✱ষার দিন কোনও পরীক্ষার্থী ওই নির্দিষ্ট অ্যাডমিট কার্ড নিয়ে হাজির হননি।
এদিকে, পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে, অ্যাডমিট কার্ডটি ভুয়ো এবং প্রার্থী রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন অভিনেতার ছবি আপলোড করা হয়েছ🐈িল। এতে আরও বলা হয়েছে যে, প্রার্ཧথীকে নির্দেশনা জারি করা হয়েছিল। ওই ব্যক্তিকে তাঁর ছবি ও আধার কার্ড নিয়ে কেন্দ্রে হাজির হতে বলা হয়েছিল। দৈনিক জাগরণ জানিয়েছে যে কনৌজ পুলিশের সাইবার সেল এই মামলার তদন্ত করছে।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়েতে জন্ম এষ꧂ার, হিরে ব্যবসায়ী জামাই হাতছাড়া করতে রাজি নন ধর্মেন্দ্র?
উত্তরপ্রদেশ পুলিশꦅ কনস্টেবল নিয়োগের পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। উღত্তরপ্রদেশের সব জেলায় দুই শিফটে দু'দিনের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে সুরক্ষা বাড়ানো হয়েছে।
পুলিশ আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রার্থী ছদ্মবেশে গত দু'দিনে উত্তরপ্রদেশ জুড়ে ১২০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্ব☂নের পরিকল্পনার অভিযোগে শনিবার ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ‘তুমি আম✨ার পুনম পান্ডে…’, নতুন গান চন্দ্রবিন্দু🌱র, মিশে গেল গীত গোবিন্দর সঙ্গে
রাজ্য পুলিশের ডিজি প্রশান্তౠ কুমার জানিয়েছেন, মোট ১২২ জনের মধ্যে এটাহ থেকে ১৫ জন। মউ, প্রয়াগরাজ ও সিদ্ধার্থনগর থেকে ৯ জন করে। গাজিপুর থেকে ৮ জন, আজমগড়ে ৭ জন, গোরক্ষপুরে ৬ জন, জৌনপুরে ৫ জন, ফিরোজাবাদে ৪ জন, কৌশাম্বি ও হাথরাসে ৩ জন করে, ঝাঁসি, বারাণসী, আগ্রা ও কানপুর থেকে ২ জন করে এব🐷ং বালিয়ায় ১ জন।