রণবীর ভট্টাচার্য
আজ থেকে তিন বছর আগে, কোভিডের মধ্যেই দুঃসংবাদ পেয়েছিল সারা দেশ।😼 সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া আজও অনেকেই মানতে পারেনি। শুরু তাই নয়, মৃত্যু বা সম্ভাব্য আত্মহত্যা নিয়ে তর্ক বিতর্ক শেষ হয়নি, যেমন শেষ তদন্ত। মাদকের নেশাতুর জগৎ থেকে নারী যোগ কিংবা রাজনৈতিক সমীকরণ, সব কিছু নিয়ে অনেকটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। অনেক অভিনেতা অভিনেত্রী চলে যান অসময়ে বা নাটকের ড্রপ সিন আচম্বিতে পড়ে, কিন্তু সুশান্তের চলে যাওয়া গলায় আটকে থাকা অনুভব করায় অনেক ফ্যানকে।
তথাকথিত ছোট শহরের পড়াশোনায় ভালো একজন সিনেমায় আসবেন - সিনেমার স্ক্রিপ্ট এরকম লেখা না হলেও সুশান্ত সিং রাজপুতের জীবনে অনেকটা তাইই হয়েছিল। এমন নয় যে প্রচুর সিনেমা বা প্রচুর কাজ রেখে গিয়েছেন তিনি, কিন্তু অল্প সময়ের মধ্যে তার মতো জনমানসে প্রভাব ফেলার দিকটি খুবই কম দেখতে পাওয়া গিয়েছে। এর কাছাকাছি হিস্টিরিয়া বোধহয় ইন্টারনেট পূর্ববর্তী সময়ে দিব্যা ভারতীর অকস্মাৎ মৃত্যু (খুন ন🀅া আত্মহত্যা?) এরকম দোলাচলে ফেলেছিল সাধারণ মানুষকে। তবে একথা ভুলে গেলে চলবে না যে হিন্দি সিনেমার nepotism বা স্বজনপোষণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তিন বছর আগেই। তাবড় তাবড় প্রযোজক কিংবা পরিচালক এখনও স্পষ্ট উত্তর দিতে পারেন না এই নিয়ে। কিছুটা নিরুত্তর থেকে এই নিয়ে বাস্তব মেনেই নিয়েছেন সমাজের অনেক মানুষ।
আজকাল অনেক উঠতি পেশাদার বক্তা আলোচনা সাফল্য কীভাবে পেতে হবে এই বিষয়ে। কিন্তু অনেকেই ভুলে জন তার পরের পর্ব নিয়ে, অর্থাৎ সাফল্য কীভাবে ভোগ করতে হবে সেই নিয়ে। সুশান্তের জীবন নিয়ে মুচমুচে লেখা বা ছবি꧒ নিয়ে অনেকে মুনাফা করলেও তার জীবন বোধ অনেক প্রশ্ন তুলে দিয়েছে অনেকের কাছে। কী হতে পারত না কী হতে পারত না— এই নিয়ে ভাবনা ভাবিয়ে দিয়ে গেছে পর্দার মহেন্দ্র সিং ধোনি। ভুললে চলবে না সুশান্ত মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশ্যে এসেছে কীভাবে তার এক সহকর্মী ভুয়ো যৌন হেনস্থার অভিযোগ এনেছিল প্রচারে থাকার কৌশল হিসেবে।
অনেকেই মনে করেন যে জন এফ কেনেডির 𒈔মতো সুশান্তের মৃত্যু সমꩵ্পর্কিত আসল কারণ জানা যাবে না। তবে এত কিছুর পরও প্রচুর ফ্যান সত্যের জন্য লড়াই করে যান।
সময় এগোতে থাকে। সুশান্তের পছন্দের দামি গাড়ি আজ রাশি রাশি ধুলোয় ভারাক্রান্ত। নিজের কাছের বান্ধবী নতুন রিয়ালিটি শোতে যোগ দিয়ে নত💙ুন ভাবে জীবন শুরু করছেন। আর সুশান্ত সিং রা🐼জপুত বড্ড অসময়ে কাঠের ফ্রেমে বন্দি হয়ে ভুবন ভোলানো হাসিতে স্ট্যাচু হয়ে গিয়েছেন।
(লেখক পেশায় শিক্ষক এবং সমাজবিজ্ঞানের ছাত্র, মতামত তাঁর ব্যক্তিগত)