'তালি'-তে সুস্মিতা সেনের রূপান্তরকামী লুকে অনেকেই মন্ত্রমুগ্ধ। ট্রেলারে ভোল বদলে স♛ুস্মিতা যেভাবে প্রথমে গণেশ, পরে গৌরী সাওয়ান্তের লুকে ধরা পড়েছেন, তাতে অনেকেই চমকে গিয়েছেন। তবে এখানে রয়েছে আরও একটি চমক, আর এই চমকের কথা হয়তবা অনেকেই জানেন না। সেকথা এবার খোলসা করেছেন সুস্মিতা নি♛জেই।
কী সেই চমক?
‘তালি’র ট্রেলারে মহামৃত্য়ুঞ্জয় মন্ত্র ‘ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্… শুনেছেন নিশ্চয়? তবে গলাটা চিনতে পেরেছেন কি?’ চিনতে অবশ্য না পারারই কথা। তবে এই মহামৃত্য়ুঞ্জয় মন্ত্রে গলা দিয়েছেন সুস্মিতা সেন কন্যা রেনে। হ্যাঁ, রেনে ভালো গান করেন, এটা হয়ত শুনে থাকবেন। এবার এই সিরিজের হাত ধরে একপ্রকার গায়িকা হিসাবে বলিউডে ডেবিউ হয়ে গেল রেনের। মেয়ের এই মহামৃত্য়ুঞ্জয়𒊎 স্তোত্রে গলা দেওয়া নিয়ে গর্বিত মা সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সেই মহামৃত্য়ুঞ্জয় স্তোত্র গাওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা সেন।
সুস্মিতা লিখেছেন, ‘জীবনটা আসলে একটা বৃত্ত মাত্র। আমার ছোট্ট মেয়ে রেনে এই শক্তিশালী স্ত্রোত্রটি গেয়েছে। মেয়ের গ🅺লা আর আমার মুখ তালি-র ট্রেলারে। যতবারই শুনছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে।’ সুস্মিতা মেয়ের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোমাকে ধন্য𝕴বাদ সোনা, এই সম্মানটা আমার কাছে ভীষণই স্পেশাল। তোমার জন্য আজ আমার সত্যিই গর্ব হচ্ছে।’ অনুরাগীর ধন্যবাদ জানাতেও ভোলেননি সুস্মিতা। লিখেছেন, ‘এত ভালোবাসার তুষারপাত ঘটানোর জন্যও ধন্যবাদ। আপনারা সকলেই তালি দিয়েছেন। আমি অভিভূত।’
প্রসঙ্গত, সুস্মিতার বয়স যখন মাত্র ২৪, তখন তিনি প্রথম কন্যা সন্তান দত্তক নেন। নাম রাখেন রেনে। তারপর থেকে একা হাতেই মেয়েকে বড় করেছেন সুস্মিতা। রেনে পড়াশোনা, গান, নাচ সবেতেই পারদর্শী। ইতিমধ্যেই একটি শর্ট ফিল্মে অভিনয়ও করে ফেলেছেন সুস্মিতা কন্যা রেনে। আর এব𝔍ার গানেও একপ্রকার তাঁর ডেবিউ হয়ে গেল। প্রসঙ্গ, ২০১০-এ দ্বিতীয় কন্যা সন্তান আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা সেন। তাঁকেই রে༒নের সঙ্গেই বড় করে তুলেছেন। আলিশা অবশ্য এখনও অনেকটাই ছোট।
এদিকে সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ 'তালি' মুক্তি পাচ্ছে আগামী ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিন। রূপান্তরকাম𓆉ী সমাজকর্মী গৌরী সাওয়ান্তের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ওয়েꦕব সিরিজ।