SVF এর তরফে পুজোর ঠিক মুখে যখন গোটা বাংলা এক✱টা অস্থির সময়ের মধ🔯্যে দিয়ে যাচ্ছে তখন তাঁদের নতুন মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আনল। এই ভিডিয়োতেও উঠে এসে নারী নির্যাতন, বধূ নির্যাতনের কথা। অভিনয়ে গৌরব চট্টোপাধ্যায় এবং সৃজা দত্ত।
আরও পড়ুন : 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, 'ভ♌ুল জায়গায় জেগে উঠেছ...'
SVF এর নতুন মিউজিক ভিডিয়ো
SVF এর যে নতুন মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে বা🎐ল্য বিবাহ, বন্ধুত্ব, বধূ নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৃজা দত্ত, গৌরব চট্টোপাধ্যায় এবং অভ্রজিৎ সেন। সৃজার চরিত্রের নাম উমা, ধীরেনের চরিত্রে ধরা দিয়েছেন গৌরব। মন মানে না রবীন্দ্র সঙ্গীতটি গেয়✱েছেন অরিন্দম। রবি গানেই সামাজিক বার্তা দিল SVF।
আরও পড়ুন : দীপাবলিতে র𓃲ামায়ণের ঝলক দেখাতে আসছে সিংঘম এগেন! ধুন্ধুমার অ্যাকশন অজয় - দীপ𒐪িকা - রণবীরদের
মিউজিক ভিডিয়োর শেষে জানান হয়েছে ঘরে এবং বাইরে সারা বিশ্বে প্রায় ৩০ শতাংশ নারী নির্যাতিত হন। একই সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছে, 'সারা বিশ্বে, এক তৃতীয়াংশ নার🐻ী প্রতিদিন নির্যাতিত, ঘরে ও বাইরে, (বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে) আমরা অপেক্ষারত, কবে নারীদের প্রতি এই দৃষ্টিভঙ্গি বদলাবে।' অনেকেই এই প্রোডাকশনের প্রশংসা করেছেন। এই প্রথমবার জুটি বাঁধলেন সৃজা দত্ত এবং গৌরব চট্টোপাধ্যায়। আর প্রথম কাজেই তাঁরা নজর কাড়লেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন 'গায়ে কাঁটা দিয়ে উঠল, এরম পরিণাম যেন কারও না হয়।' আ♐রেকজন লেখেন 'রবীন্দ্রনাথের গান একমাত্র অরিন্দমই ফুটিয়ে তুলতে পারে পারফেক্ট ভাবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'নষ্টনীড়! গানটা তো প্রথম শুনেই ভালো লেগেছিল। আর আজকে ব্যাকগ্ৰাউন্ড স্টোরি, শেষ মেসেজ সব মিলিয়ে অসাধারণ লাগল।'
আরও পড়ুন : 'ওর 💯কাছে বায়না করেছি...' দেবীপক্ষ শুর💦ু হতেই পুজোর আমেজে নুসরত, যশের কাছে আবদার করে কী চাইলেন?