🌼 আরজি করে মহিলা ডাক্তারের উপর হওয়া নৃশংস ঘটনার পর সরব টলিউড তারকারাও। ইন্ডাস্ট্রির ভিতরে মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে উঠছে একাধিক অভিযোগ। বাংলা ইন্ডাস্ট্রির মহিলা শিল্পীদের হেনস্থা নিয়ে সমাজমাধ্যমে সবর হয়েছেন অনেকেই। আরবিতর্ক বাড়তেই মুখ খুলল ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) এবং আর্টিস্ট ফোরাম।
ﷺ‘ইন্ডাস্ট্রিতে এ রকম নানা কথা আমরা শুনেছি। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ এগিয়ে এসে অভিযোগ জানাননি।’, আনন্দবাজারকে বলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। ইন্ডাস্ট্রিতে কোনও ধরনের নারী নির্যাতন যে তিনি একেবারে সমর্থন করেন না, তা স্পষ্ট করেছেন।
আরও পড়ুন: 🐎আরজি কর নিয় ইমেজ বাঁচাতে ‘নাটক’ দেবের? জানুন কী হয়েছে অভিনেতা-টিএমসি নেতার বাবার
ꦯআরজি কর নির্যাতিতার হয়ে যেভাবে সমাজের সব অংশ থেকে মহিলারা প্রতিবাদে রাস্তায় নেমেছে, তাতে মনে জোর পেয়েছেন অনেক শিল্পীই। তাই এগিয়ে এসে প্রতিবাদের ঘটনা চোখে পড়ছে। এর আগে মিটু-র হাওয়া উঠেছিল যখন, তখনও টলিউডের ভিতরের এরকম অনেক ছবি এসেছিল সামনে।
📖স্বরূপ আরও বলেন, বাংলা চলচ্চিত্র জগতে মহিলাদের উপর কোনও রকমের অত্যাচার সহ্য করবে না ফেডারেশন। সঙ্গে ফেডারেশনের কাছে এই বিষয়ে কেউ যদি কেউ এসে সরাসরি অভিযোগ করেন, তা হলে তিনি শেষ পর্যন্ত যাবেন, তাও জানান স্পষ্টভাবে। সকলের উদ্দেশে তাঁর বার্তা, ‘সাড়ে আট হাজার কলাকুশলীর হয়ে বলছি, ভয় পাবেন না। এগিয়ে আসুন, অভিযোগ জানালে আপনার লড়াই আমরা লড়ব।’
আরও পড়ুন: 🍷পান ধর্ষণের হুমকি! নারী নিগ্রহে অভিযুক্ত ১৫১ বিধায়ক-সাংসদ, মিমি বলল ‘দেশের ভার…’
🀅গত বছর অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ ছবিটি মুক্তির সময় স্বস্তিকা মুখোপাধ্যায়, ছবির প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। তখন এগিয়ে এসে পাশে দাঁড়ায় ইম্পা, ও আর্টিস্ট ফোরা। এদিকে কদিন আগে টলিউডের শাসক দল ঘনিষ্ঠ এক পরিচালকের উপরে সিনেমার সেটে এক মহিলাকে জোর করে চুমুর অভিযোগ ওঠে। এই পরিচালকের নামে আগেও মিটু-র অভিযোগ ছিল।
আরও পড়ুন: ꦓআর জি কর কাণ্ডের মাঝেই টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ নায়িকার, কাঠগড়ায় টিএমসি ঘনিষ্ঠ পরিচালক
ღহিন্দুস্তান টাইমস বাংলার করা সেই খবর শেয়ার করে স্বস্তিকা লিখেছিলেন, ‘আমরা এটা নিয়ে কথা বলব না বোধহয়? না না বলব না। থাক। বললে কাজ পাব না। বললে কোন ঠাসা করে দেবে। নিজেদের কাজের জায়গা ছাড়া বাকি সবার কাজের জায়গা নিয়ে প্রতিবাদ করি বরং। সিনেমার মেয়েরা দারুন সেফ। এসব ভুয়ো খবরে কান না দেওয়াই ভাল।’