বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ যেন তপ্ত কড়াই হয়ে রয়েছে। জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের। দেড় দুই সপ্তাহ ধরে লাগাতার তাপপ্রবাহ চলছে। সকলেই এখন যেন হাဣড়ে হাড়ে টের পাচ্ছেন বিশ্ব উষ্ণায়নের ফল। আর এদিন সেটা নিয়েই পোস্ট করে কটাক্ষের মুখে পড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও ট্রোল্ড হতেই সেসবের যোগ্য জবাবও দেন অভিনেত্রী।
কী লিখেছেন স্বস্তিকা?
স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই ভোকাল। বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত সু🌸স্পষ্ট ভাবেই তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এদিনও তেমন ভাবেই বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটি পোস্ট দেন। জানান আজ সকলে যে গরমের জন্য কষ্ট পাচ্ছে সেটা মানুষেরই দান। এদিন অভিনেত্রী লেখেন, 'আরও গাছ কাটো/ আরও পুকুর বোজাও/ কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ।' আর এই পোস্ট করেই কটাক্ষের মুখে পড়েন তিনি।
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন অভিনেত্রীকে কটাক্ষ করে লেখেন, 'দিদিভাই কংক্রিট ফ্ল্যাটে বসে এবং এসিতে বসে বসে স্ট্যাটাস দিচ্ছে। আপনি থাকেন কোথায়? কটা গাছ লাগিয়েছেন এই পর্যন্ত? ফ্ল্যাট কেনা নেই তো একটাও, তাই না?' সেটার জবাবে স্বস্তিকা লেখেন, 'হ্যাঁ, লাগিয়েছি। আমি আর বাবা দুজনেই। আমাদের বাড꧋়ির গলিতে যে কটা গাছ আছে আমাদেরই লাগানো। আর আমি কোনও ফ্ল্যাটে থাকি না। কোনও ফ্ল্যাট কেনা নেই। বাবার বাড়িতে থাকি। আর মুম্বই গেলে ভাড়া বাড়িতে থাকি।' আরেকজন লেখেন, 'আপনি কত গুলো গাছ লাগিয়েছেন? এসি ছাড়া তো থাকতেই পারবেন না।' সেটার উত্তরে স্বস্তিকা লেখেন, 'ফুটপাথে তো বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। তবে আমি গত চারদিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টেবল এসি তো পাওয়া যায় না এখনও। থাকলে সঙ্গে নিয়ে ঘুরতাম।'
আরও পড়ুন: ৬৫ - তে পা অপুর সংসারের! সৌমিত্রের বিপরীতেꦍ প্রথম ছবি☂তে শর্মিলা কত পারিশ্রমিক পেয়েছিলেন জানেন?
কেউ কেউ আবার যদিও স্বস্তিকাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কেন এসিতে থাকা কি অন্যায়? এই গরমে এসি ছাড়া হয়? আমার অবশ্য নেই তাই সဣ্কিনের সমস্যায় আর ❀মাইগ্রেনে ভুগছি।'